Ajker Patrika

সাবেক সংসদ সদস্য শেখ হেলালের পিএস সোহেল ৪ দিনের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­
সাবেক সংসদ সদস্য শেখ হেলালের পিএস সোহেল ৪ দিনের রিমান্ডে
সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা আদেশ দেওয়ার পর তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

বিকালে সোহেল মুরাদকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার সোহেল মুরাদকে পুলিশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে। তিনি দেশ ছেড়ে পালাচ্ছিলেন বলে পুলিশ প্রতিবেদনে বলা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় আন্দোলনে অংশ নেন তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি শামীম রেজা। এদিন বেলা সাড়ে ১১টায় গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

এ ঘটনার শামীম রেজা নিজে বাদী হয়ে ১০১ জনকে আসামি করে মামলা করেন। এ ছাড়া মামলায় ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, পুলিশ এবং আওয়ামী ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত