কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ওয়াজ শুনতে গিয়ে মো. হৃদয় হাসান আলিফ (১৯) নামে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা কারা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে কালীগঞ্জ থানা–পুলিশ।
গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন বাজার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান খান।
নিহত কলেজছাত্র আলিফ পার্শ্ববর্তী জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের মো. আমানউল্লাহর ছেলে। তিনি প্রহলাদপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত আলিফের বন্ধু শ্রাবন (২০) বলেন, ‘গ্রামের পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার নরুন হাই স্কুল মাঠে ৪ দিনব্যাপী ইসলামি ওয়াজ মাহফিল হচ্ছিল। আমরা কয়েক বন্ধু মিলে সোমবার রাতে ওই এলাকায় যাই। সেখানে গিয়ে আলিফের সাথে দেখা হয়। তখন আনুমানিক রাত ৯টা। আমরা এক সাথে ওয়াজ মাহফিলের পূর্ব দিকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। এ সময় আমাদের বয়সী কয়েকজন ছেলে এসে আলিফকে একটু সামনে; নয়ন মনি ফার্মেসির কাছে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই সেখানে গন্ডগোলের শব্দ শুনে আমরা এগিয়ে যাই এবং সেখানে গিয়ে দেখি আলিফ কাত হয়ে মাটিতে পরে আছে। তাঁকে দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান খান বলেন, ‘ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আজ (মঙ্গলবার) সকালে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। মূল ঘটনা উদ্ঘাটন করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

গাজীপুরের কালীগঞ্জে ওয়াজ শুনতে গিয়ে মো. হৃদয় হাসান আলিফ (১৯) নামে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা কারা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে কালীগঞ্জ থানা–পুলিশ।
গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন বাজার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান খান।
নিহত কলেজছাত্র আলিফ পার্শ্ববর্তী জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের মো. আমানউল্লাহর ছেলে। তিনি প্রহলাদপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত আলিফের বন্ধু শ্রাবন (২০) বলেন, ‘গ্রামের পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার নরুন হাই স্কুল মাঠে ৪ দিনব্যাপী ইসলামি ওয়াজ মাহফিল হচ্ছিল। আমরা কয়েক বন্ধু মিলে সোমবার রাতে ওই এলাকায় যাই। সেখানে গিয়ে আলিফের সাথে দেখা হয়। তখন আনুমানিক রাত ৯টা। আমরা এক সাথে ওয়াজ মাহফিলের পূর্ব দিকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। এ সময় আমাদের বয়সী কয়েকজন ছেলে এসে আলিফকে একটু সামনে; নয়ন মনি ফার্মেসির কাছে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই সেখানে গন্ডগোলের শব্দ শুনে আমরা এগিয়ে যাই এবং সেখানে গিয়ে দেখি আলিফ কাত হয়ে মাটিতে পরে আছে। তাঁকে দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান খান বলেন, ‘ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আজ (মঙ্গলবার) সকালে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। মূল ঘটনা উদ্ঘাটন করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
২৭ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২৯ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে