নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষার জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মীরা মাঠে রয়েছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। শুক্রবার রাজধানীর উত্তরা থেকে ডিএনসিসির উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিচালিত তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে ডিএনসিসি মেয়র এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আগেই ডিএনসিসি এলাকার প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেকটা শ্রেণিকক্ষে ফগিং ও স্প্রে করা হচ্ছে। খেলার মাঠ ও ছাদসহ প্রতিষ্ঠানগুলোর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার হচ্ছে। একই সঙ্গে টয়লেট কিংবা অন্য কোথাও জমে থাকা পানিতে লার্ভিসাইডিং করা হচ্ছে।
ডিএনসিসির মেয়র জানান, ‘বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় মিরপুরের দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। সরকারি, বেসরকারি ও আধা সরকারি মোট ৪৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আজ শেষ দিন হলেও যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে গণ টিকার আওতায় করোনার দ্বিতীয় ডোজ প্রদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে সেগুলোতে আগামীকাল ১১ সেপ্টেম্বর বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।’
ডিএনসিসির মেয়র সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকমণ্ডলীর প্রতি পাঠদানের জন্য ব্যবহৃত সকল শ্রেণিকক্ষেই যাতে শিক্ষার্থীদের মাস্ক পরিহিত অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদানের ব্যবস্থা করা হয় সে বিষয়েও খেয়াল রাখার আহ্বান জানান।
এর আগে গত ৮ সেপ্টেম্বর মেয়র আতিকুল ইসলাম রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম শুরু করেন। ডিএনসিসি সূত্র জানিয়েছে, শিগগিরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা রয়েছে। স্কুল খোলার আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে অবস্থিত সরকারি, বেসরকারি ৪৪৩টি স্কুলে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। যাতে স্কুল পড়ুয়াদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়।

শিক্ষার জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মীরা মাঠে রয়েছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। শুক্রবার রাজধানীর উত্তরা থেকে ডিএনসিসির উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিচালিত তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে ডিএনসিসি মেয়র এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আগেই ডিএনসিসি এলাকার প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেকটা শ্রেণিকক্ষে ফগিং ও স্প্রে করা হচ্ছে। খেলার মাঠ ও ছাদসহ প্রতিষ্ঠানগুলোর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার হচ্ছে। একই সঙ্গে টয়লেট কিংবা অন্য কোথাও জমে থাকা পানিতে লার্ভিসাইডিং করা হচ্ছে।
ডিএনসিসির মেয়র জানান, ‘বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় মিরপুরের দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। সরকারি, বেসরকারি ও আধা সরকারি মোট ৪৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আজ শেষ দিন হলেও যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে গণ টিকার আওতায় করোনার দ্বিতীয় ডোজ প্রদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে সেগুলোতে আগামীকাল ১১ সেপ্টেম্বর বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।’
ডিএনসিসির মেয়র সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকমণ্ডলীর প্রতি পাঠদানের জন্য ব্যবহৃত সকল শ্রেণিকক্ষেই যাতে শিক্ষার্থীদের মাস্ক পরিহিত অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদানের ব্যবস্থা করা হয় সে বিষয়েও খেয়াল রাখার আহ্বান জানান।
এর আগে গত ৮ সেপ্টেম্বর মেয়র আতিকুল ইসলাম রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রম শুরু করেন। ডিএনসিসি সূত্র জানিয়েছে, শিগগিরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা রয়েছে। স্কুল খোলার আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে অবস্থিত সরকারি, বেসরকারি ৪৪৩টি স্কুলে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। যাতে স্কুল পড়ুয়াদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৫ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৮ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে