শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানায় হামলা, ভাঙচুর ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধরের ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখসহ ৬৮ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
গতকাল শনিবার দিবাগত রাতে ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন বাদী হয়ে শ্রীপুর থানার মামলা করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার ৪৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ৪ জুন সব বিধি অনুসরণ করে ৭ জন শ্রমিককে বরখাস্ত করে কারখানা কর্তৃপক্ষ। ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর গতকাল শনিবার কারখানা চালু করা হয়। সকালে শ্রমিকেরা কাজে এসে সাত শ্রমিক বরখাস্তের বিষয়ে জেনে আন্দোলন শুরু করেন। কারখানার কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধর করে কমপক্ষে ১০ জন কর্মকর্তাকে আহত করে। উত্তেজিত শ্রমিকেরা কারখানার কম্পিউটার, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাব ভাঙচুর করে প্রায় দুই কোটি টাকার ক্ষতি করে।
খবর পেয়ে শ্রীপুর থানা, শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এসে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করেন। শ্রমিকদের কারখানা থেকে সরিয়ে দিতে সক্ষম হন। এ সময় শ্রমিকেরা সেনাবাহিনী ও পুলিশের ওপর ব্যাপকভাবে ইটপাটকেল নিক্ষেপ করেন। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে ৪৩ জনকে আটক করে। গতকাল শনিবার দিবাগত রাতে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইলিয়াস হোসাইন বাদী হয়ে ৪৩ জনসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আজ রোববার গ্রেপ্তার ৪৩ জনকে আদালতে সোপর্দ করা হয়। বাকিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

গাজীপুরের শ্রীপুরে ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানায় হামলা, ভাঙচুর ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধরের ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখসহ ৬৮ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
গতকাল শনিবার দিবাগত রাতে ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন বাদী হয়ে শ্রীপুর থানার মামলা করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার ৪৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ৪ জুন সব বিধি অনুসরণ করে ৭ জন শ্রমিককে বরখাস্ত করে কারখানা কর্তৃপক্ষ। ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর গতকাল শনিবার কারখানা চালু করা হয়। সকালে শ্রমিকেরা কাজে এসে সাত শ্রমিক বরখাস্তের বিষয়ে জেনে আন্দোলন শুরু করেন। কারখানার কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধর করে কমপক্ষে ১০ জন কর্মকর্তাকে আহত করে। উত্তেজিত শ্রমিকেরা কারখানার কম্পিউটার, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাব ভাঙচুর করে প্রায় দুই কোটি টাকার ক্ষতি করে।
খবর পেয়ে শ্রীপুর থানা, শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এসে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করেন। শ্রমিকদের কারখানা থেকে সরিয়ে দিতে সক্ষম হন। এ সময় শ্রমিকেরা সেনাবাহিনী ও পুলিশের ওপর ব্যাপকভাবে ইটপাটকেল নিক্ষেপ করেন। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে ৪৩ জনকে আটক করে। গতকাল শনিবার দিবাগত রাতে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইলিয়াস হোসাইন বাদী হয়ে ৪৩ জনসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আজ রোববার গ্রেপ্তার ৪৩ জনকে আদালতে সোপর্দ করা হয়। বাকিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১৫ মিনিট আগে
সিলেটবাসী এবং ভ্রমণে আসা পর্যটকদের যোগাযোগের অন্যতম মাধ্যম রেলপথ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রেলযাত্রা হয়ে উঠছে বিরক্তির ও ভোগান্তির। টিকিট-সংকট, জরাজীর্ণ অবকাঠামো, ইঞ্জিনের ত্রুটি ও সংকটের কারণে নিয়মিতই ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হচ্ছে।
১ ঘণ্টা আগে
খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে