শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানায় হামলা, ভাঙচুর ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধরের ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখসহ ৬৮ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
গতকাল শনিবার দিবাগত রাতে ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন বাদী হয়ে শ্রীপুর থানার মামলা করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার ৪৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ৪ জুন সব বিধি অনুসরণ করে ৭ জন শ্রমিককে বরখাস্ত করে কারখানা কর্তৃপক্ষ। ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর গতকাল শনিবার কারখানা চালু করা হয়। সকালে শ্রমিকেরা কাজে এসে সাত শ্রমিক বরখাস্তের বিষয়ে জেনে আন্দোলন শুরু করেন। কারখানার কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধর করে কমপক্ষে ১০ জন কর্মকর্তাকে আহত করে। উত্তেজিত শ্রমিকেরা কারখানার কম্পিউটার, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাব ভাঙচুর করে প্রায় দুই কোটি টাকার ক্ষতি করে।
খবর পেয়ে শ্রীপুর থানা, শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এসে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করেন। শ্রমিকদের কারখানা থেকে সরিয়ে দিতে সক্ষম হন। এ সময় শ্রমিকেরা সেনাবাহিনী ও পুলিশের ওপর ব্যাপকভাবে ইটপাটকেল নিক্ষেপ করেন। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে ৪৩ জনকে আটক করে। গতকাল শনিবার দিবাগত রাতে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইলিয়াস হোসাইন বাদী হয়ে ৪৩ জনসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আজ রোববার গ্রেপ্তার ৪৩ জনকে আদালতে সোপর্দ করা হয়। বাকিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

গাজীপুরের শ্রীপুরে ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানায় হামলা, ভাঙচুর ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধরের ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখসহ ৬৮ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
গতকাল শনিবার দিবাগত রাতে ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন বাদী হয়ে শ্রীপুর থানার মামলা করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার ৪৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ৪ জুন সব বিধি অনুসরণ করে ৭ জন শ্রমিককে বরখাস্ত করে কারখানা কর্তৃপক্ষ। ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর গতকাল শনিবার কারখানা চালু করা হয়। সকালে শ্রমিকেরা কাজে এসে সাত শ্রমিক বরখাস্তের বিষয়ে জেনে আন্দোলন শুরু করেন। কারখানার কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধর করে কমপক্ষে ১০ জন কর্মকর্তাকে আহত করে। উত্তেজিত শ্রমিকেরা কারখানার কম্পিউটার, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাব ভাঙচুর করে প্রায় দুই কোটি টাকার ক্ষতি করে।
খবর পেয়ে শ্রীপুর থানা, শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এসে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করেন। শ্রমিকদের কারখানা থেকে সরিয়ে দিতে সক্ষম হন। এ সময় শ্রমিকেরা সেনাবাহিনী ও পুলিশের ওপর ব্যাপকভাবে ইটপাটকেল নিক্ষেপ করেন। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে ৪৩ জনকে আটক করে। গতকাল শনিবার দিবাগত রাতে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইলিয়াস হোসাইন বাদী হয়ে ৪৩ জনসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আজ রোববার গ্রেপ্তার ৪৩ জনকে আদালতে সোপর্দ করা হয়। বাকিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৩৭ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
২ ঘণ্টা আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
২ ঘণ্টা আগে