মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঐতিহ্য ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আবারও ফেরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
উপদেষ্টা বলেন, ‘পদ্মা সেতু থাকলেও শিমুলিয়া ঘাটের প্রয়োজনীয়তা এখনো অপরিহার্য। এটি শুধু পরিবহনের মাধ্যম নয়, এই ঘাট আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাস্তব জীবনের অংশ।’
আজ বৃহস্পতিবার দুপুরে শিমুলিয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। বিআইডব্লিউটিএর বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে এ আয়োজন করা হয়।
উপদেষ্টা বলেন, ‘উন্নত বিশ্বে নদী রক্ষায় যুগোপযোগী উদ্যোগ নেওয়া হয়। আমাদের দেশেও এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে নদী, জীববৈচিত্র্য ও নদীকেন্দ্রিক জীবন-জীবিকা। পাশাপাশি পদ্মা নদী রক্ষায় কার্যকর খননের (ড্রেজিং) কোনো বিকল্প নেই।’
সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘শিমুলিয়া ঘাট নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন। কিন্তু আমি শুরু থেকেই বলে আসছি, এই স্থানে একটি ঘাট থাকা জরুরি। বিশ্বের অনেক উন্নত দেশে, বিশেষ করে জার্মানির মতো দেশে আধুনিক সেতু থাকার পরেও ঐতিহ্যবাহী নৌঘাটগুলো সংরক্ষিত রয়েছে এবং তা অত্যন্ত কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে।’
সেমিনারে বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটে একটি আন্তর্জাতিক মানের বন্দরসহ ১০টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করা হয়। উপদেষ্টা সাখাওয়াত হোসেন তা থেকে তিনটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। পরে তিনি দুই সপ্তাহব্যাপী বেসিক ড্রেজিং অপারেশন কোর্সের উদ্বোধন করেন এবং ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, শিমুলিয়া ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ (অব.) ক্যাপ্টেন মো. শাহ জাহান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন প্রমুখ।

ঐতিহ্য ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আবারও ফেরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
উপদেষ্টা বলেন, ‘পদ্মা সেতু থাকলেও শিমুলিয়া ঘাটের প্রয়োজনীয়তা এখনো অপরিহার্য। এটি শুধু পরিবহনের মাধ্যম নয়, এই ঘাট আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাস্তব জীবনের অংশ।’
আজ বৃহস্পতিবার দুপুরে শিমুলিয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। বিআইডব্লিউটিএর বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে এ আয়োজন করা হয়।
উপদেষ্টা বলেন, ‘উন্নত বিশ্বে নদী রক্ষায় যুগোপযোগী উদ্যোগ নেওয়া হয়। আমাদের দেশেও এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে নদী, জীববৈচিত্র্য ও নদীকেন্দ্রিক জীবন-জীবিকা। পাশাপাশি পদ্মা নদী রক্ষায় কার্যকর খননের (ড্রেজিং) কোনো বিকল্প নেই।’
সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘শিমুলিয়া ঘাট নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন। কিন্তু আমি শুরু থেকেই বলে আসছি, এই স্থানে একটি ঘাট থাকা জরুরি। বিশ্বের অনেক উন্নত দেশে, বিশেষ করে জার্মানির মতো দেশে আধুনিক সেতু থাকার পরেও ঐতিহ্যবাহী নৌঘাটগুলো সংরক্ষিত রয়েছে এবং তা অত্যন্ত কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে।’
সেমিনারে বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটে একটি আন্তর্জাতিক মানের বন্দরসহ ১০টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করা হয়। উপদেষ্টা সাখাওয়াত হোসেন তা থেকে তিনটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। পরে তিনি দুই সপ্তাহব্যাপী বেসিক ড্রেজিং অপারেশন কোর্সের উদ্বোধন করেন এবং ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, শিমুলিয়া ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ (অব.) ক্যাপ্টেন মো. শাহ জাহান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন প্রমুখ।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে