Ajker Patrika

শিশু অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
শিশু অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি করায় ওমর ফারুক (৪৬) নামের এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন। একই মামলায় হাসান আলী ও ফটিক নামে দুজনকে খালাস দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক রাজশাহী জেলার গোদাবাড়ি এলাকার সেকান্দর আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি ফারুক পলাতক ছিলেন। 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১২ সালের ১০ ডিসেম্বর জিহান নামের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়। এই ঘটনায় জিহানের চাচা মান্নান বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। শিশুটিকে রাজশাহী থেকে উদ্ধার করা হয়। 

রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি আরও বলেন, মামলায় চারজন সাক্ষ্য দেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত একজনকে ১৪ বছরের কারাদণ্ড ও দুজনকে খালাস দেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত