টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন।
শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করায় মহাসড়কটির উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।
কারখানা সূত্রে জানা যায়, বুধবার সকালে কারখানাটির দেড় হাজার শ্রমিক কাজে যোগ দেন। পরে কারখানা কর্তৃপক্ষের কাছে সকাল সাড়ে ৯টার দিকে গত মার্চ মাসের বকেয়া ২০ দিনের বেতনের দাবি জানান শ্রমিকেরা। তবে কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের তারিখ তাৎক্ষণিকভাবে জানাতে না পারায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই কিছুক্ষণ পর শ্রমিকেরা স্লোগান দিয়ে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড নামক এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, ‘বকেয়া ২০ দিনের বেতন এখনো পাইনি। কারখানার মালিক আমাদের মাসিক বেতন সময়মতো পরিশোধ করেন না। এর আগেও আমরা টানা পাঁচ দিন সড়কে অবরোধ করেছিলাম। আজ আবার এসেছি।’
কারখানার মালিক বাহাউদ্দিন চৌধুরী বাকেরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাউল হক বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের প্রতিনিধি ও কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদের অনুরোধ জানিয়েছি মহাসড়ক ছেড়ে সড়কের পাশে অবস্থান করতে।

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন।
শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করায় মহাসড়কটির উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।
কারখানা সূত্রে জানা যায়, বুধবার সকালে কারখানাটির দেড় হাজার শ্রমিক কাজে যোগ দেন। পরে কারখানা কর্তৃপক্ষের কাছে সকাল সাড়ে ৯টার দিকে গত মার্চ মাসের বকেয়া ২০ দিনের বেতনের দাবি জানান শ্রমিকেরা। তবে কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের তারিখ তাৎক্ষণিকভাবে জানাতে না পারায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই কিছুক্ষণ পর শ্রমিকেরা স্লোগান দিয়ে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প বাসস্ট্যান্ড নামক এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, ‘বকেয়া ২০ দিনের বেতন এখনো পাইনি। কারখানার মালিক আমাদের মাসিক বেতন সময়মতো পরিশোধ করেন না। এর আগেও আমরা টানা পাঁচ দিন সড়কে অবরোধ করেছিলাম। আজ আবার এসেছি।’
কারখানার মালিক বাহাউদ্দিন চৌধুরী বাকেরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাউল হক বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের প্রতিনিধি ও কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদের অনুরোধ জানিয়েছি মহাসড়ক ছেড়ে সড়কের পাশে অবস্থান করতে।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১৭ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৪৩ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে