
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাগান থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার চুড়াইন ইউনিয়নের একটি লেবুবাগান থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
আজ শনিবার দুপুরে নবজাতকটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এদিকে নবজাতকটির দত্তক নিতে প্রশাসনে ভিড় করেছেন কয়েকটি নিঃসন্তান দম্পতি।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লেবুবাগানের পাশ দিয়ে যাওয়ার সময়ে স্থানীয় এক ব্যক্তি নবজাতকের কান্নার শব্দ পান। ওই সময় কাছে গিয়ে নবজাতকে একটি তোয়ালের ওপর পড়ে থাকতে দেখতে পান। এ সময় আশপাশে কেউ ছিল না।
পরে পুলিশে খবর দেওয়া হলে নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ শনিবার দুপুরের দিকে নবজাতকের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ বিভাগে স্থানান্তর করা হয়।
নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, রাতেই ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, উদ্ধার হওয়া মেয়ে নবজাতকটির বুকে-পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। তা ছাড়া শরীরের বিভিন্ন অংশে পোকার কামড়ে শিশুটি অসুস্থ হয়ে পড়েছিল। তাই জরুরি অবস্থায় আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার কোনো একসময় তার জন্ম হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, নবজাতকটি অসুস্থ হয়ে পড়েছে। সুস্থ হলে শিশুপল্লীতে স্থানান্তর করা হবে।
তিনি আরও জানান, নবজাতকটিকে কয়েকটি সন্তানহীন দম্পতি দত্তক নিতে চাচ্ছেন। সুস্থ হলে আদালতের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপির এক কর্মী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
২৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
২৫ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে