
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে সাভারের আশুলিয়ায় যাচ্ছিল ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ভর্তি গাড়ি। গাড়িতে ছিল পাঁচজন। ১০ থেকে ১২ জন ছিনতাইকারী তাদের চড়-থাপ্পড় দিয়ে টাকা ভর্তি গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়।
ডিএমপির তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ আজকের পত্রিকাকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
এর আগে তুরাগের ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের ওপরে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই গাড়িতে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, টাকাগুলো ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ছিল। মিরপুর ডিওএইচএস থেকে সাভারের আশুলিয়া নিয়ে যাচ্ছিল মানি প্ল্যান্ট সিকিউরিটি এজেন্সি।

এক প্রশ্নের জবাবে পরিদর্শক শফিউল্লাহ বলেন, ‘ওরা (ছিনতাইকারী) ১০-১২ জন ছিল। আর টাকাসহ গাড়িতে ৫ জন ছিল। পরে ছিনতাইকারীরা পাঁচজনকে চড় থাপ্পড় দিয়ে গাড়িসহ টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর টাকার গাড়িটি ফেলে দিয়ে যায়।’
এর আগে তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জাহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগ থানার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের ওপরে এটিএম বুথের টাকা ভর্তি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তুরাগ থানায় একটি অভিযোগ হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রাইসুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৭টা ১০ থেকে ১৫ এর মধ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।’
এক প্রশ্নের জবাবে এসি রাইসুল ইসলাম বলেন, ‘ওই গাড়িতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্ত করতে কিছুটা সময় লাগছে।’

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৩০ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৪ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে