মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জেলা ও দায়রা জজের মাইক্রোবাস চালক মো. হাফিজুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় আজ বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা জজের মাইক্রোবাস চালক হাফিজুর রহমান বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়া ও মারপিট করার অভিযোগ এনে গতকাল বুধবার দুপুরে মামলা করেন। অভিযোগ আমলে নিয়ে আগামী ১৬ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে সশরীরে হাজির হওয়ার জন্য আদেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা গেছে, গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মাদারীপুর সার্কিট হাউস থেকে জেলা জজের একটি মাইক্রোবাস বের হওয়ার জন্য উদ্যত হয়। এমন সময় বিপরীত দিক থেকে আসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার প্রাইভেটকার আসে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে চালকের আসনে বসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা গাড়ি থেকে নেমে জেলা জজের চালককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। এ ছাড়া চালককে দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন।
এ ব্যাপারে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল আক্তার বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে একজন বিচারকের ড্রাইভারের সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি। এই ঘটনা কোনোভাবেই পেশাদার আচরণ হতে পারে না।’
মামলার বাদী মাদারীপুরে জেলা ও দায়রা জজের মাইক্রোবাসের চালক মো. হাফিজুর রহমান বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেছেন। তাই আমি এই ঘটনার বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, ‘মামলা ও সমন জারির কথা শুনেছি। নোটিশ হাতে পেলে পদক্ষেপ নেওয়া হবে। তবে আমার সঙ্গে ওই চালক দুর্ব্যবহার করেছে। তা আমি বুধবার সকালে লিখিতভাবে জেলা ও দায়রা জজকে জানিয়েছি। কিন্তু সেই লিখিত অভিযোগ কেউ রিসিভ করেননি।’

মাদারীপুরে জেলা ও দায়রা জজের মাইক্রোবাস চালক মো. হাফিজুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় আজ বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা জজের মাইক্রোবাস চালক হাফিজুর রহমান বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়া ও মারপিট করার অভিযোগ এনে গতকাল বুধবার দুপুরে মামলা করেন। অভিযোগ আমলে নিয়ে আগামী ১৬ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে সশরীরে হাজির হওয়ার জন্য আদেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা গেছে, গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মাদারীপুর সার্কিট হাউস থেকে জেলা জজের একটি মাইক্রোবাস বের হওয়ার জন্য উদ্যত হয়। এমন সময় বিপরীত দিক থেকে আসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার প্রাইভেটকার আসে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে চালকের আসনে বসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা গাড়ি থেকে নেমে জেলা জজের চালককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। এ ছাড়া চালককে দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন।
এ ব্যাপারে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল আক্তার বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে একজন বিচারকের ড্রাইভারের সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি। এই ঘটনা কোনোভাবেই পেশাদার আচরণ হতে পারে না।’
মামলার বাদী মাদারীপুরে জেলা ও দায়রা জজের মাইক্রোবাসের চালক মো. হাফিজুর রহমান বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেছেন। তাই আমি এই ঘটনার বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, ‘মামলা ও সমন জারির কথা শুনেছি। নোটিশ হাতে পেলে পদক্ষেপ নেওয়া হবে। তবে আমার সঙ্গে ওই চালক দুর্ব্যবহার করেছে। তা আমি বুধবার সকালে লিখিতভাবে জেলা ও দায়রা জজকে জানিয়েছি। কিন্তু সেই লিখিত অভিযোগ কেউ রিসিভ করেননি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে