
মাদারীপুরে জেলা ও দায়রা জজের মাইক্রোবাস চালক মো. হাফিজুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় আজ বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা জজের মাইক্রোবাস চালক হাফিজুর রহমান বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়া ও মারপিট করার অভিযোগ এনে গতকাল বুধবার দুপুরে মামলা করেন। অভিযোগ আমলে নিয়ে আগামী ১৬ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে সশরীরে হাজির হওয়ার জন্য আদেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা গেছে, গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মাদারীপুর সার্কিট হাউস থেকে জেলা জজের একটি মাইক্রোবাস বের হওয়ার জন্য উদ্যত হয়। এমন সময় বিপরীত দিক থেকে আসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার প্রাইভেটকার আসে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে চালকের আসনে বসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা গাড়ি থেকে নেমে জেলা জজের চালককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। এ ছাড়া চালককে দুই ঘণ্টা আটকে রাখা হয়। পরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন।
এ ব্যাপারে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল আক্তার বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে একজন বিচারকের ড্রাইভারের সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি। এই ঘটনা কোনোভাবেই পেশাদার আচরণ হতে পারে না।’
মামলার বাদী মাদারীপুরে জেলা ও দায়রা জজের মাইক্রোবাসের চালক মো. হাফিজুর রহমান বলেন, ‘অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেছেন। তাই আমি এই ঘটনার বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, ‘মামলা ও সমন জারির কথা শুনেছি। নোটিশ হাতে পেলে পদক্ষেপ নেওয়া হবে। তবে আমার সঙ্গে ওই চালক দুর্ব্যবহার করেছে। তা আমি বুধবার সকালে লিখিতভাবে জেলা ও দায়রা জজকে জানিয়েছি। কিন্তু সেই লিখিত অভিযোগ কেউ রিসিভ করেননি।’

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৯ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৩ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে