Ajker Patrika

আওয়ামী লীগ নেতা মনোয়ার ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ২০: ০৭
আওয়ামী লীগ নেতা মনোয়ার ৩ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় শিক্ষার্থী সানজিদ হোসেন মৃধাকে (১৬) গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলে মনোয়ারুল ইসলাম রবিনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাঁকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক নাজমুল হুদা। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে উত্তরার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে গত ৫ আগস্ট সকাল থেকে উত্তরা ৩ নম্বর সেক্টরে রবীন্দ্র সরোবরের পাশে ছাত্র-জনতার সঙ্গে অবস্থান করছিল সানজিদ হোসেন মৃধা (১৬)। সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা সাধারণ জনতার ওপর ছুরি, রামদা ও পিস্তল নিয়ে হামলা চালান। এ সময় সানজিদ গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা কবির হোসেন মৃধা গত ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেয়াদের মধ্যেই বিশ্ববিদ্যালয় চালুর পরিকল্পনা সরকারের

নারীর সঙ্গে এনসিপি নেতা তুষারের কথোপকথন ফাঁস নিয়ে যা বললেন সহযোদ্ধা ইমি

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়, স্বীকার করল ইসরায়েল

ঐকমত্য কমিশনের মঙ্গলবারের সংলাপ ‘বয়কট’ করল জামায়াত

চোখের সামনে খামেনির অন্তরঙ্গ মহল ফাঁকা করে দিচ্ছে ইসরায়েল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত