টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম ওরফে পাকুল ওরফে আগুন পাগলা ৩৩ বছর পর র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। নিজের নাম-ঠিকানা পরিবর্তন করে মাজারে মাজারে ভক্তিমূলক গানের দলে সময় পার করছিলেন তিনি।
আজ শুক্রবার ভোররাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জপুল এলাকায় তাঁর মেয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল র্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
গ্রেপ্তার শফিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মুকছেদ আলীর ছেলে।
র্যাব জানায়, ১৯৮৪ সালের ২৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের বাসাইল থানায় শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয়। এরপর থেকেই শফিকুল ইসলাম আত্মগোপনে চলে যান। ওই মামলাটি টানা পাঁচ বছর চলার পর আদালত ১৯৮৯ সালে শফিকুলের অনুপস্থিতিতেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ের খবর পেয়ে শফিকুল নিজের নাম পরিবর্তন করে নাম রাখেন মো. হেলাল উদ্দিন চিশতী। একই সঙ্গে বাবার নাম মুকছেদ আলীর পরিবর্তে মোসলেম উদ্দিন চিশতী ব্যবহার করে একটি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। আর সেখানে প্রকৃত ঠিকানাও পরিবর্তন করা হয়। এভাবেই তিনি নিজের আসল পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন এবং বিভিন্ন মাজারে ভক্তিমূলক গানের দলে নিয়মিত অংশগ্রহণ করে দিনাতিপাত করতে থাকেন। এ কারণে মাজার এলাকাগুলোতে তিনি নিজেকে আগুন পাগলা হিসেবে পরিচয় দিতেন।
টাঙ্গাইল র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের আজকের পত্রিকাকে জানান, শফিকুল ইসলাম যাবজ্জীবন কারাভোগ এড়াতে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে, জাতীয় পরিচয়পত্র তৈরির কথা স্বীকার করেছেন। তাঁকে আজ (শুক্রবার) বিকেলে বাসাইল থানায় হস্তান্তর করা হয়।

টাঙ্গাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম ওরফে পাকুল ওরফে আগুন পাগলা ৩৩ বছর পর র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। নিজের নাম-ঠিকানা পরিবর্তন করে মাজারে মাজারে ভক্তিমূলক গানের দলে সময় পার করছিলেন তিনি।
আজ শুক্রবার ভোররাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জপুল এলাকায় তাঁর মেয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল র্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
গ্রেপ্তার শফিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মুকছেদ আলীর ছেলে।
র্যাব জানায়, ১৯৮৪ সালের ২৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের বাসাইল থানায় শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয়। এরপর থেকেই শফিকুল ইসলাম আত্মগোপনে চলে যান। ওই মামলাটি টানা পাঁচ বছর চলার পর আদালত ১৯৮৯ সালে শফিকুলের অনুপস্থিতিতেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ের খবর পেয়ে শফিকুল নিজের নাম পরিবর্তন করে নাম রাখেন মো. হেলাল উদ্দিন চিশতী। একই সঙ্গে বাবার নাম মুকছেদ আলীর পরিবর্তে মোসলেম উদ্দিন চিশতী ব্যবহার করে একটি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। আর সেখানে প্রকৃত ঠিকানাও পরিবর্তন করা হয়। এভাবেই তিনি নিজের আসল পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন এবং বিভিন্ন মাজারে ভক্তিমূলক গানের দলে নিয়মিত অংশগ্রহণ করে দিনাতিপাত করতে থাকেন। এ কারণে মাজার এলাকাগুলোতে তিনি নিজেকে আগুন পাগলা হিসেবে পরিচয় দিতেন।
টাঙ্গাইল র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের আজকের পত্রিকাকে জানান, শফিকুল ইসলাম যাবজ্জীবন কারাভোগ এড়াতে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে, জাতীয় পরিচয়পত্র তৈরির কথা স্বীকার করেছেন। তাঁকে আজ (শুক্রবার) বিকেলে বাসাইল থানায় হস্তান্তর করা হয়।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে