
কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতির সময় আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় একটি বগির বেশ কিছু জানালার কাচ ভাঙচুর করা হয়। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব স্টেশনে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। কুলাউড়া স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের খাবারের কামরায় দুজন যাত্রীকে আসন দেওয়া নিয়ে স্টাফদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে বেলা সাড়ে ১১টার ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতির সময় কয়েক যুবক ট্রেনের একটি বগির বেশ কিছু জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্ল্যাটফর্মে দায়িত্ব থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ছয়জনকে আটক করে থানায় নিয়ে যান। পরে কালনী ট্রেনটি কিছুটা বিলম্বে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ভৈরব স্টেশন ছেড়ে যায়।
ভৈরব বাজার রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. ইউসুফ বলেন, ‘কালনী ট্রেনটি যাত্রাবিরতির সময় স্টেশনের বাইরে ছিলাম। স্টাফরা আমাকে ঘটনাটি জানিয়েছেন। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।’
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহামেদ আজকের পত্রিকাকে বলেন, ভৈরব স্টেশনে থামার পর কালনী এক্সপ্রেস ট্রেনের বগিতে হামলার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যারা প্রকৃতপক্ষে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে