
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার পশ্চিম দেওভোগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তরিকুল ইসলাম (৪০) শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি দেওভোগ গ্রামের আবদুল মান্না ব্যাপারীর ছেলে।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার পরিদর্শক তদন্ত আজাদ রহমান। তিনি বলেন, গত শুক্রবার আসামি তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার পরে তরিকুলসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত ছিল। গতকাল রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তরিকুল নিজের বাড়িতে অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তরিকুল বর্তমানে শ্রীনগর থানা হাজতে রয়েছেন।
একটি মারামারির ঘটনায় গত ১৯ নভেম্বর শ্রীনগর থানায় দায়ের করা মামলায় তরিকুল ইসলামকে আসামি করা হয়। মামলায় গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই দিন রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ২০০ নেতা-কর্মী থানা প্রাঙ্গণে জড়ো হন। সেখানে তাঁরা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে রাত ১০টার দিকে ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন স্লোগান দিয়ে জোর করে আসামি তরিকুলকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা।
তরিকুলকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পেশিশক্তি দেখিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল শনিবার সন্ধ্যায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তরিকুল ইসলামের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৯ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে