গাজীপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই নজরুল ইসলামকে (৩২) হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী পূর্ণিমা বেগম (২২) বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরীর বাসন থানায় মামলাটি করেছেন।
নিহত নজরুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বারইভাগ এলাকার মো. জামাল শেখের ছেলে। তিনি স্ত্রীসহ গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় শাহাবুদ্দিন মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম এই তথ্য জানিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সাবেক মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও সিমিন হোসেন রিমি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, আসাদুর রহমান কিরণ, আফজাল হোসেন সরকার রিপন, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও গাজীপুর সিটি করপোরেশনের কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় শেখ হাসিনাসহ প্রথম ১৬ জনকে হুকুমের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদানের জন্য গত ২০ জুলাই দুপুর ১২টার দিকে তাঁর স্বামী নজরুল ইসলাম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে বাসন থানার চান্দনা এলাকায় পশমি সোয়েটার গার্মেন্টের সামনে পাকা রাস্তায় সমাবেশে অংশ নেন। সেখানে শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে মামলার ১ থেকে ১৬ নম্বর আসামির নির্দেশে অন্যরা বন্দুক, পিস্তল, লাঠি, রড, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা করে। একপর্যায়ে আফজাল হোসেন সরকার রিপন ও কামরুল আহসান সরকার রাসেলের উপস্থিতিতে তাঁদের হুকুমে ও প্রত্যক্ষ সহযোগিতায় অবৈধ অস্ত্রধারী এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয় আসামিরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে গুলি ছুড়তে থাকে। এ সময় নজরুল ইসলাম পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বাদী এজাহারে আরও উল্লেখ করেন, পরে স্বামীর লাশ নিয়ে শ্বশুরবাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বারইবাগ গ্রামে দাফন করেন। স্বামীর মৃত্যুতে তাঁর পরিবারের লোকজন মানসিকভাবে বিপর্যস্তসহ দেশের পরিস্থিতি অস্বাভাবিক থাকায় আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ শেষে মামলা করতে দেরি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই নজরুল ইসলামকে (৩২) হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী পূর্ণিমা বেগম (২২) বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরীর বাসন থানায় মামলাটি করেছেন।
নিহত নজরুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বারইভাগ এলাকার মো. জামাল শেখের ছেলে। তিনি স্ত্রীসহ গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় শাহাবুদ্দিন মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম এই তথ্য জানিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সাবেক মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও সিমিন হোসেন রিমি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, আসাদুর রহমান কিরণ, আফজাল হোসেন সরকার রিপন, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও গাজীপুর সিটি করপোরেশনের কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় শেখ হাসিনাসহ প্রথম ১৬ জনকে হুকুমের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদানের জন্য গত ২০ জুলাই দুপুর ১২টার দিকে তাঁর স্বামী নজরুল ইসলাম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে বাসন থানার চান্দনা এলাকায় পশমি সোয়েটার গার্মেন্টের সামনে পাকা রাস্তায় সমাবেশে অংশ নেন। সেখানে শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে মামলার ১ থেকে ১৬ নম্বর আসামির নির্দেশে অন্যরা বন্দুক, পিস্তল, লাঠি, রড, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা করে। একপর্যায়ে আফজাল হোসেন সরকার রিপন ও কামরুল আহসান সরকার রাসেলের উপস্থিতিতে তাঁদের হুকুমে ও প্রত্যক্ষ সহযোগিতায় অবৈধ অস্ত্রধারী এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয় আসামিরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে গুলি ছুড়তে থাকে। এ সময় নজরুল ইসলাম পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বাদী এজাহারে আরও উল্লেখ করেন, পরে স্বামীর লাশ নিয়ে শ্বশুরবাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বারইবাগ গ্রামে দাফন করেন। স্বামীর মৃত্যুতে তাঁর পরিবারের লোকজন মানসিকভাবে বিপর্যস্তসহ দেশের পরিস্থিতি অস্বাভাবিক থাকায় আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ শেষে মামলা করতে দেরি হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২৫ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে