টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে একই মালিকানাধীন দুইটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। ঘটনাটির পর শ্রমিক আন্দোলন এড়াতে কারখানা দুইটিতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আজ বুধবার দুপুরে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামোতে পাওনা পরিশোধের দাবিতে টঙ্গীর ন্যাশনাল টিউবস রোড এলাকার এমটারনেট গ্রুপের মালিকানাধীন গার্মন্টস্ এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো ম্যানুফ্যাকচার লিমিটেড নামে দুইটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে।
শ্রমিক আন্দোলন ঠেকাতে বেলা একটার দিকে কারখানা দুইটিতে ছুটি ঘোষণা করা হয়।
গত বছরের ৯ এপ্রিল গঠিত ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিদের দাবি অনুযায়ী গেজেটে পোশাকশ্রমিকদের গ্রেড সংখ্যা সাত থেকে কমিয়ে পাঁচ করা হয়।
গত ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর এবং জানুয়ারিতে নতুন কাঠামোয় পোশাকশ্রমিকেরা বেতন পাওয়ার কথা থাকলেও চলতি বছরের জানুয়ারি মাসে কারখানা দুইটির মালিক শ্রমিকদের বেতন পরিশোধ করে নি।
শ্রমিক সূত্র জানা যায়, কারখানা দুইটির কয়েক হাজার শ্রমিক আজ বুধবার সকালে কাজে যোগ দিয়ে ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করার দাবি জানান। পরে কারখানা কর্তৃপক্ষ নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন পরিশোধ করতে পারবেন না বলে জানায়।
পরে শ্রমিকেরা দুপুরে কারখানা দুইটির প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
কারখানাটির কয়েকজন শ্রমিক বলেন, কারখানা দুইটি একই মালিকের। গত ডিসেম্বর মাসের নতুন মজুরি কাঠামোতে বেতন পরিশোধের দাবি জানালে কারখানা মালিক তাতে রাজি হননি। আজ বুধবার সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দিয়ে কারখানায় কর্মবিরতি পালন করে। পরে বেলা বাড়লে কারখানা দুইটির বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বেড়িয়ে শাখা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। দুপুর একটার দিকে কারখানা কর্তৃপক্ষ দুইটি কারখানায় ছুটি ঘোষণা করে।
শ্রমিকদের দাবি মেনে না নেওয়া না হলে আগামীকাল বৃহস্পতিবার ফের বিক্ষোভের ঘোষণা দেন কারখানা শ্রমিকেরা।
কারখানার দুইটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. ইমরুল কায়েস সুজনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, ‘দুপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকেরা একই দাবিতে আগামীকাল (বৃহস্পতিবার) ফের বিক্ষোভ করতে পারে।’

গাজীপুরের টঙ্গীতে একই মালিকানাধীন দুইটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। ঘটনাটির পর শ্রমিক আন্দোলন এড়াতে কারখানা দুইটিতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আজ বুধবার দুপুরে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামোতে পাওনা পরিশোধের দাবিতে টঙ্গীর ন্যাশনাল টিউবস রোড এলাকার এমটারনেট গ্রুপের মালিকানাধীন গার্মন্টস্ এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো ম্যানুফ্যাকচার লিমিটেড নামে দুইটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে।
শ্রমিক আন্দোলন ঠেকাতে বেলা একটার দিকে কারখানা দুইটিতে ছুটি ঘোষণা করা হয়।
গত বছরের ৯ এপ্রিল গঠিত ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিদের দাবি অনুযায়ী গেজেটে পোশাকশ্রমিকদের গ্রেড সংখ্যা সাত থেকে কমিয়ে পাঁচ করা হয়।
গত ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর এবং জানুয়ারিতে নতুন কাঠামোয় পোশাকশ্রমিকেরা বেতন পাওয়ার কথা থাকলেও চলতি বছরের জানুয়ারি মাসে কারখানা দুইটির মালিক শ্রমিকদের বেতন পরিশোধ করে নি।
শ্রমিক সূত্র জানা যায়, কারখানা দুইটির কয়েক হাজার শ্রমিক আজ বুধবার সকালে কাজে যোগ দিয়ে ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করার দাবি জানান। পরে কারখানা কর্তৃপক্ষ নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন পরিশোধ করতে পারবেন না বলে জানায়।
পরে শ্রমিকেরা দুপুরে কারখানা দুইটির প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
কারখানাটির কয়েকজন শ্রমিক বলেন, কারখানা দুইটি একই মালিকের। গত ডিসেম্বর মাসের নতুন মজুরি কাঠামোতে বেতন পরিশোধের দাবি জানালে কারখানা মালিক তাতে রাজি হননি। আজ বুধবার সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দিয়ে কারখানায় কর্মবিরতি পালন করে। পরে বেলা বাড়লে কারখানা দুইটির বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বেড়িয়ে শাখা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। দুপুর একটার দিকে কারখানা কর্তৃপক্ষ দুইটি কারখানায় ছুটি ঘোষণা করে।
শ্রমিকদের দাবি মেনে না নেওয়া না হলে আগামীকাল বৃহস্পতিবার ফের বিক্ষোভের ঘোষণা দেন কারখানা শ্রমিকেরা।
কারখানার দুইটির মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. ইমরুল কায়েস সুজনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, ‘দুপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকেরা একই দাবিতে আগামীকাল (বৃহস্পতিবার) ফের বিক্ষোভ করতে পারে।’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
২৯ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
৩৫ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে