গজারিয়া (প্রতিনিধি) মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে সাব্বির হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থীর হাত থেকে কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর সহপাঠী ও স্বজনেরা।
আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় বিভিন্ন গণমান্য ব্যক্তি ও সাব্বির হোসেনের স্বজনেরা। এ সময় বক্তারা হামলাকারীদের বিচার ও গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাব্বিরের মা শান্তি বেগম, ফুফু মিনয়ারা, সিপা আক্তার, বোন সাজদা আক্তার প্রমুখ।
সাব্বির হোসেনের বোন সিপা আক্তার বলেন, সন্ত্রাসী কায়দায় নৃশংসভাবে আমার চোখের সামনে ভাইদের হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের শাহজালারের ছেলে সাব্বির। সে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
ভুক্তভোগীর পরিবার জানায়, বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে গত ১৪ নভেম্বর প্রতিপক্ষের লোকজনের হামলায় সাব্বিরের বাম হাতের কবজির বৃদ্ধা আঙুলসহ তালুর অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তাঁর বড় ভাই সাইদার (৩৩) বাধা দিতে এলে হামলাকারীরা তাঁকেও কুপিয়ে জখম করে। এতে সাইদারের শরীরের বিভিন্ন স্থানে জখম হওয়া ৬৩টি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া এক নারীকে শ্লীলতাহানি করা হয়।
জখমের ঘটনায় গত শুক্রবার গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাব্বিরের বাবা শাহজালাল মিয়া। পলাতক থাকায় অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের লোকজনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে সাব্বির হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থীর হাত থেকে কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর সহপাঠী ও স্বজনেরা।
আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় বিভিন্ন গণমান্য ব্যক্তি ও সাব্বির হোসেনের স্বজনেরা। এ সময় বক্তারা হামলাকারীদের বিচার ও গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাব্বিরের মা শান্তি বেগম, ফুফু মিনয়ারা, সিপা আক্তার, বোন সাজদা আক্তার প্রমুখ।
সাব্বির হোসেনের বোন সিপা আক্তার বলেন, সন্ত্রাসী কায়দায় নৃশংসভাবে আমার চোখের সামনে ভাইদের হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের শাহজালারের ছেলে সাব্বির। সে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
ভুক্তভোগীর পরিবার জানায়, বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে গত ১৪ নভেম্বর প্রতিপক্ষের লোকজনের হামলায় সাব্বিরের বাম হাতের কবজির বৃদ্ধা আঙুলসহ তালুর অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তাঁর বড় ভাই সাইদার (৩৩) বাধা দিতে এলে হামলাকারীরা তাঁকেও কুপিয়ে জখম করে। এতে সাইদারের শরীরের বিভিন্ন স্থানে জখম হওয়া ৬৩টি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া এক নারীকে শ্লীলতাহানি করা হয়।
জখমের ঘটনায় গত শুক্রবার গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাব্বিরের বাবা শাহজালাল মিয়া। পলাতক থাকায় অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের লোকজনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪০ মিনিট আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
১ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
২ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
২ ঘণ্টা আগে