
নরসিংদীর রায়পুরায় উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রদর্শনীর কৃষি উপকরণ ও জমি পরিচর্যার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে গত ৬ ফেব্রুয়ারি কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে ভুল হয়েছে দাবি করে ভুক্তভোগীদের টাকা ফেরত দেবেন বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ এবং তেলবীজ ফসলের উৎপাদন বাড়াতে রাজস্ব অর্থায়নে পৌরসভা ব্লকে কৃষক ইদু মিয়া, ফরিদ মিয়া, আরিফ উদ্দিন আহম্মেদ ও বেবী নাজনীনের নামে ‘সরিষার একক প্রদর্শনী’ দেওয়া হয়। এই প্রদর্শনী খেতের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা গত ৬ ফেব্রুয়ারি পৌর এলাকার ওই ব্লক পরিদর্শনে যান। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, চারজনের কারও জমিতে নেই সরিষার প্রদর্শনী। এরপর খোঁজ নিয়ে জানতে পারেন, প্রদর্শনীর বীজ, সারসহ বিভিন্ন উপকরণ ও জমিতে পরিচর্যা বাবদ জনপ্রতি আড়াই হাজার টাকা করে কৃষকদের দেওয়ার কথা থাকলেও, দেওয়া হয়নি। পরে তাঁরা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথম উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভুল হয়েছে। কৃষকদের বিকাশ নম্বর আমার কাছে ছিল না। তাঁদের টাকা দিয়ে দেব। আর এমন হবে না।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রদর্শনী বাবদ উপকরণ ও টাকা আত্মসাতের অভিযোগে ওই কর্মকর্তার কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। জবাব পেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১০ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৭ মিনিট আগে