রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রদর্শনীর কৃষি উপকরণ ও জমি পরিচর্যার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে গত ৬ ফেব্রুয়ারি কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে ভুল হয়েছে দাবি করে ভুক্তভোগীদের টাকা ফেরত দেবেন বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ এবং তেলবীজ ফসলের উৎপাদন বাড়াতে রাজস্ব অর্থায়নে পৌরসভা ব্লকে কৃষক ইদু মিয়া, ফরিদ মিয়া, আরিফ উদ্দিন আহম্মেদ ও বেবী নাজনীনের নামে ‘সরিষার একক প্রদর্শনী’ দেওয়া হয়। এই প্রদর্শনী খেতের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা গত ৬ ফেব্রুয়ারি পৌর এলাকার ওই ব্লক পরিদর্শনে যান। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, চারজনের কারও জমিতে নেই সরিষার প্রদর্শনী। এরপর খোঁজ নিয়ে জানতে পারেন, প্রদর্শনীর বীজ, সারসহ বিভিন্ন উপকরণ ও জমিতে পরিচর্যা বাবদ জনপ্রতি আড়াই হাজার টাকা করে কৃষকদের দেওয়ার কথা থাকলেও, দেওয়া হয়নি। পরে তাঁরা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথম উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভুল হয়েছে। কৃষকদের বিকাশ নম্বর আমার কাছে ছিল না। তাঁদের টাকা দিয়ে দেব। আর এমন হবে না।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রদর্শনী বাবদ উপকরণ ও টাকা আত্মসাতের অভিযোগে ওই কর্মকর্তার কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। জবাব পেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

নরসিংদীর রায়পুরায় উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রদর্শনীর কৃষি উপকরণ ও জমি পরিচর্যার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে গত ৬ ফেব্রুয়ারি কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে ভুল হয়েছে দাবি করে ভুক্তভোগীদের টাকা ফেরত দেবেন বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ এবং তেলবীজ ফসলের উৎপাদন বাড়াতে রাজস্ব অর্থায়নে পৌরসভা ব্লকে কৃষক ইদু মিয়া, ফরিদ মিয়া, আরিফ উদ্দিন আহম্মেদ ও বেবী নাজনীনের নামে ‘সরিষার একক প্রদর্শনী’ দেওয়া হয়। এই প্রদর্শনী খেতের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা গত ৬ ফেব্রুয়ারি পৌর এলাকার ওই ব্লক পরিদর্শনে যান। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, চারজনের কারও জমিতে নেই সরিষার প্রদর্শনী। এরপর খোঁজ নিয়ে জানতে পারেন, প্রদর্শনীর বীজ, সারসহ বিভিন্ন উপকরণ ও জমিতে পরিচর্যা বাবদ জনপ্রতি আড়াই হাজার টাকা করে কৃষকদের দেওয়ার কথা থাকলেও, দেওয়া হয়নি। পরে তাঁরা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথম উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভুল হয়েছে। কৃষকদের বিকাশ নম্বর আমার কাছে ছিল না। তাঁদের টাকা দিয়ে দেব। আর এমন হবে না।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রদর্শনী বাবদ উপকরণ ও টাকা আত্মসাতের অভিযোগে ওই কর্মকর্তার কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। জবাব পেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৭ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে