জাবি প্রতিনিধি

গুম-খুন-নিপীড়নের প্রতিবাদী মশাল মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্তৃক হেনস্তার নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট। সোমবার (১৯ ডিসেম্বর) কেন্দ্রীয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শোভন রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানোয় হয়।
যুক্ত বিবৃতিতে ১০ জন ছাত্রনেতা বলেন, দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ বিক্ষোভে রূপ নিচ্ছে। সেই বিক্ষোভ যেন গণ-আন্দোলনে পরিণত না হয়, সেই আতঙ্কে সরকার দলীয় ছাত্র-যুব-শ্রমিক সংগঠনগুলোকে তারা লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে। জাহাঙ্গীরনগরে মশাল মিছিল শুরুর পূর্বে এবং শেষে সমাপনী সমাবেশ চলাকালীন দফায় দফায় ছাত্রলীগের সন্ত্রাসীরা বাঁধা প্রদান করে, ভয়ভীতি দেখায়, হেনস্তা করে। এমনকি তারা মিছিলে অংশগ্রহণকারীদের ফোনও চেক করে।
এতে আরও বলা হয়, যেখানেই শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন গড়ে উঠেছে, তারই বিপরীতে দাঁড়িয়েছে ছাত্রলীগ। বাংলাদেশের ছাত্র সমাজ অতীতে যেমন কোনো স্বৈরাচারের চাটুকার ছাত্র সংগঠনকেই শিক্ষাঙ্গনে সহ্য করেনি, ছাত্রলীগের বেলায়ও তার ব্যতিক্রম হবে না।
বিজ্ঞপ্তিতে গণতান্ত্রিক ছাত্রজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মিতুল সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনয়ন চাকমা, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়ার নাম উল্লেখ করা হয়।

গুম-খুন-নিপীড়নের প্রতিবাদী মশাল মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্তৃক হেনস্তার নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট। সোমবার (১৯ ডিসেম্বর) কেন্দ্রীয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শোভন রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানোয় হয়।
যুক্ত বিবৃতিতে ১০ জন ছাত্রনেতা বলেন, দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ বিক্ষোভে রূপ নিচ্ছে। সেই বিক্ষোভ যেন গণ-আন্দোলনে পরিণত না হয়, সেই আতঙ্কে সরকার দলীয় ছাত্র-যুব-শ্রমিক সংগঠনগুলোকে তারা লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে। জাহাঙ্গীরনগরে মশাল মিছিল শুরুর পূর্বে এবং শেষে সমাপনী সমাবেশ চলাকালীন দফায় দফায় ছাত্রলীগের সন্ত্রাসীরা বাঁধা প্রদান করে, ভয়ভীতি দেখায়, হেনস্তা করে। এমনকি তারা মিছিলে অংশগ্রহণকারীদের ফোনও চেক করে।
এতে আরও বলা হয়, যেখানেই শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন গড়ে উঠেছে, তারই বিপরীতে দাঁড়িয়েছে ছাত্রলীগ। বাংলাদেশের ছাত্র সমাজ অতীতে যেমন কোনো স্বৈরাচারের চাটুকার ছাত্র সংগঠনকেই শিক্ষাঙ্গনে সহ্য করেনি, ছাত্রলীগের বেলায়ও তার ব্যতিক্রম হবে না।
বিজ্ঞপ্তিতে গণতান্ত্রিক ছাত্রজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মিতুল সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনয়ন চাকমা, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়ার নাম উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
২১ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
৩৬ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে