রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে রিফাত নামের এক শিশুকে অপহরণ ও হত্যা মামলায় মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের উপস্থিততে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) সাইফুল হক। তিনি বলেন, ‘হত্যা মামলার রায়ে দুজনের ফাঁসির রায় হওয়ার পর তাঁরা উচ্চ আদালতে আপিল করেন। মামলাটি বিচারাধীন। অপহরণ ও মুক্তিপণ মামলায় তিনজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট।’
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার রক্তিম ও রাসেল এবং মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার রনি।
নিহত শিশু রিফাত রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মোক্তার আলীর ছেলে। রাজবাড়ী কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।
আদালত থেকে জানা গেছে, ২০১৩ সালের ৬ নভেম্বর দণ্ডপ্রাপ্তরা রিফাতকে সাইকেলের প্রলোভন দেখিয়ে অপহরণ করেন। পরে রিফাতের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মুক্তিপণ না পেয়ে রিফাতকে হত্যা করেন তাঁরা।
হত্যাকাণ্ডের ৯ দিন পর রাজবাড়ী সদর থানার পুলিশ সজ্জনকান্দা টিঅ্যান্ডটি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে রিফাতের লাশ উদ্ধার করে। হত্যা ও অপহরণের ঘটনায় নিহত শিশুর বাবা মোক্তার আলী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পৃথক দুটি মামলা করেন বলে আদালত থেকে জানা গেছে।
২০১৬ সালের ১৮ মে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে রঞ্জন ও রাসেলকে মৃত্যুদণ্ড এবং রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার অপহরণ ও মুক্তিপণ মামলায় অভিযুক্ত তিনজনকেই মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার রায় দেওয়া হয়।

রাজবাড়ীতে রিফাত নামের এক শিশুকে অপহরণ ও হত্যা মামলায় মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের উপস্থিততে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) সাইফুল হক। তিনি বলেন, ‘হত্যা মামলার রায়ে দুজনের ফাঁসির রায় হওয়ার পর তাঁরা উচ্চ আদালতে আপিল করেন। মামলাটি বিচারাধীন। অপহরণ ও মুক্তিপণ মামলায় তিনজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট।’
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার রক্তিম ও রাসেল এবং মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার রনি।
নিহত শিশু রিফাত রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মোক্তার আলীর ছেলে। রাজবাড়ী কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।
আদালত থেকে জানা গেছে, ২০১৩ সালের ৬ নভেম্বর দণ্ডপ্রাপ্তরা রিফাতকে সাইকেলের প্রলোভন দেখিয়ে অপহরণ করেন। পরে রিফাতের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মুক্তিপণ না পেয়ে রিফাতকে হত্যা করেন তাঁরা।
হত্যাকাণ্ডের ৯ দিন পর রাজবাড়ী সদর থানার পুলিশ সজ্জনকান্দা টিঅ্যান্ডটি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে রিফাতের লাশ উদ্ধার করে। হত্যা ও অপহরণের ঘটনায় নিহত শিশুর বাবা মোক্তার আলী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পৃথক দুটি মামলা করেন বলে আদালত থেকে জানা গেছে।
২০১৬ সালের ১৮ মে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে রঞ্জন ও রাসেলকে মৃত্যুদণ্ড এবং রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার অপহরণ ও মুক্তিপণ মামলায় অভিযুক্ত তিনজনকেই মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার রায় দেওয়া হয়।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৫ ঘণ্টা আগে