Ajker Patrika

আশুলিয়ায় চলন্ত বাস ও দাঁড়িয়ে থাকা পিকআপে আগুন

আজকের পত্রিকা ডেস্ক­
বাসে আগুন। ছবি: সংগৃহীত
বাসে আগুন। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসংলগ্ন (ডিইপিজেড) নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিকেলে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ভোরে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ই নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

বাসটি পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত হয়।

পুলিশ বলছে, তারা ধারণা করছে, যান্ত্রিক ত্রুটি থেকে বাসটিতে আগুন লেগে থাকতে পারে। অন্যদিকে বাসের চালক জানান, নিজ থেকে আগুন লাগার সুযোগ নেই। কাউকে গাড়িতে আগুন লাগাতেও দেখেননি তিনি।

বাসের চালক রেজাউল বলেন, বিকেলে যাত্রী আনার জন্য খালি বাস নিয়ে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ডিইপিজেডের দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ডিইপিজেডসংলগ্ন সম্ভার পেট্রলপাম্পের সামনে আসার পর পেছন থেকে আগুনের তাপ অনুভব করার পর পেছনে তাকিয়ে বাসের ভেতরে আগুন জ্বলতে দেখেন। দ্রুত বাস থামিয়ে তিনি বাস থেকে নেমে যান। পরে আশপাশের লোকজনের সহায়তায় বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, প্রথমে বাসের পেছনের ছয় সিটে আগুন লাগে। কোনো কারণ ছাড়া এমনি এমনি বাসে আগুন লাগার কথা না। তবে কাউকে বাসে আগুন লাগাতেও দেখেননি বলেও জানান তিনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের সিট পুড়ে গেছে। আগুনে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে শুক্রবার দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ