Ajker Patrika

ট্যাংকলরি শ্রমিকনেতা গ্রেপ্তার: ঢাকা ও খুলনার ১৬ জেলায় পেট্রলপাম্পে ধর্মঘট

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৯: ০৮
ট্যাংকলরি শ্রমিকনেতা গ্রেপ্তার: ঢাকা ও খুলনার ১৬ জেলায় পেট্রলপাম্পে ধর্মঘট
ফরিদপুরে পেট্রলপাম্প বন্ধের ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতা আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহত্তর ফরিদপুরে (ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর) সব পেট্রলপাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে খুলনা বিভাগও এ কর্মসূচির আওতায় রয়েছে।

এর আগে গত রোববার থেকে এ অঞ্চলের ট্যাংকলরি শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। এতে খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের এ কর্মসূচিতে সংহতি জানিয়ে আজ মঙ্গলবার বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগের এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ফরিদপুর পেট্রল পাম্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের সভায় সিদ্ধান্তের পরেই বৃহত্তর ফরিদপুরের সব তেল পাম্প মালিককে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগের দায়িত্বশীল নেতারা তেল পাম্প মালিকদের বিষয়টি জানিয়ে দিয়েছেন।’

সাইফুল ইসলাম আরও বলেন, ‘ট্যাংকলরির শ্রমিকেরা আমাদের আলটিমেটাম দিয়েছিল। তারা বলেছিল, আপনারা যদি আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ না করেন এবং আমাদের পাশে না থাকলে আর গাড়ি চালাবেন না। পরে জরুরি সভা করে একাত্মতা ঘোষণা করে পাম্প বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।’ ট্যাংকলরি শ্রমিকনেতার জামিন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চলমান থাকবে বলে জানান তিনি।

ফরিদপুরের বিভিন্ন তেলের পাম্প ঘুরে জানা যায়, তিন দিন ধরে জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে অধিকাংশ পাম্পেই তেলের সংকট দেখা দিয়েছে। এর মধ্যে পাম্প বন্ধের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তবে বিকেল ৪টার পরেও কয়েকটি তেলের পাম্প সচল থাকতে দেখা যায়। তারা এখনো বন্ধের নোটিশ পাননি বলে জানান।

পাম্প বন্ধের খবর পেয়ে পেট্রলপাম্পে তেল নিতে আসা সাকিবুল হাসান শাহিন নামে এক মোটরসাইকেলচালক বলেন, ‘মানুষকে জিম্মি করে এমন সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত নয়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে তেলের পাম্প খুলে দেওয়া হোক।’

উল্লেখ্য, গত রোববার খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটক করে খালিশপুর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। গত বছরের ২১ আগস্ট নগরীর খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ মামলার আসামি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত