রাজধানীর মিরপুর থেকে বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশে ডিসি রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শুক্কর (১৯), মো. জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)।
মিরপুর থানা সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোক জড়ো করে মিরপুর-২ এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়—দুইটি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, দুইটি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন ও একটি চেইন স্প্রোকেট।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিজেদের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। তারা ছাত্রদলের আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে হামলার উদ্দেশ্যে স্লোগান দিয়ে পাল্টা মিছিল করছিল বলে জানায় পুলিশ।
এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে