
পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে গেছে। চিরচেনা যানজট, কোলাহল, হকারদের হাঁকডাক আর গাড়ির তীব্র হর্ন নেই বললেই চলে। ব্যস্ত এই নগরীর ফাঁকা রাস্তাগুলোতে একদিকে যেমন অনেকেই পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অন্যদিকে কিছু কিছু যানবাহন ছুটছে বেপরোয়া গতিতে। তবে এর মাঝেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, শান্তিনগর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবনসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঈদের ছুটিতে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোর চিত্র একেবারেই পাল্টে গেছে। সাধারণত যেখানে যানজটে নাকাল হতে হয়, সেখানে এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন নগরবাসী। গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম। এতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে বাসের জন্য।

শান্তিনগরে এক বাসযাত্রী কাশেম হাওলাদার বলেন, ‘পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শান্তিনগর মাত্র কয়েক মিনিটে চলে এসেছি। অথচ অন্য সময় এইটুকু রাস্তা আসতে ঘণ্টা পার হয়ে যেত। রাস্তায় কোথাও যানজট নেই, এক টানে চলে আসতে পেরেছি।’

গণপরিবহন চালকদের জন্য যদিও রাস্তা ফাঁকা থাকাটা স্বস্তির, তবে যাত্রী সংকটের কারণে লোকসান গুনতে হচ্ছে তাদের। খিলগাঁও জোড়পুকুরের লেগুনা চালক জালাল মিয়া বলেন, ‘রাস্তা ফাঁকা, যাত্রীও নাই তেমন। একটা গাড়ি ভরতে ঘণ্টারও বেশি সময় লাগতেছে।’
ফাঁকা ঢাকায় যাত্রী সংকটে ভুগছেন বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপস চালকেরাও। পল্টন এলাকায় এক চালক সাজ্জাদ হোসেন বলেন, ‘ফাঁকা রাস্তায় গাড়ি চালাইতে ভালোই লাগতেছে। কিন্তু যাত্রী কমই পাওয়া যাচ্ছে, অ্যাপসেও তেমন ট্রিপ আসছে না।’

যানজটমুক্ত শহরে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। পরিবার নিয়ে তেজগাঁও থেকে হাতিরঝিলে ঘুরতে আসা আসমা আক্তার বলেন, ‘অন্যান্য দিনেও ঘুরতে আসা হয় এখানে, কিন্তু আজকে গাড়িও কম, মানুষও খুব বেশি নাই। তাই পরিবার নিয়ে এখানে আসা।’
তবে ফাঁকা রাজধানীতেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে ৭১টি চেকপোস্ট। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৬৭টি টহল টিম রাস্তায় আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে সেনাবাহিনীর তল্লাশি চৌকি। ডিএমপি জানিয়েছে, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীতে অন্তত ১৫ হাজার পুলিশ তৎপর রয়েছে।
থানা-পুলিশের বাইরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) পুলিশ দল, পুলিশের বিশেষায়িত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), গোয়েন্দা পুলিশ (ডিবি) সক্রিয় রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১১ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৫ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৭ মিনিট আগে