শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া এক কিশোরীর লাশ পাওয়া গেছে দুই দিন পর।
মারা যাওয়া জান্নাতুল আক্তার (১৬) উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল। আজ সোমবার ভোরে নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত শনিবার দুপুরে নদে গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যায় সে।
পরিবার সূত্রে জানা গেছে, জান্নাতুল গত শুক্রবার চরশ্যামাইল এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে ফুপাতো বোন তাবাসসুমকে নিয়ে পাশের নদে গোসল করতে যায়। সাঁতার না জানায় অল্প পানিতে নেমেই গোসল করছিল। হঠাৎ করে ঢেউ ও স্রোতের টানে সে তলিয়ে যায়। পরে তাবাসসুম বাড়িতে গিয়ে খবর দিলে আশপাশের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে। শেষে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেও তার কোনো খোঁজ পায়নি।
আজ ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার দূরে জান্নাতুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে মরদেহটি উদ্ধার করা হলে শনাক্ত করে পরিবারের লোকজন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচরের কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাইদুল ইসলাম।
জান্নাতুলের চাচা মো. সোহেল বলেন, ‘সোমবার ভোরে পানিতে ভেসে উঠে আমার ভাতিজির লাশ। স্রোতের টানে ভাটিতে চলে গিয়েছিল। এ জন্য শনিবার খুঁজে পাইনি।’
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া এক কিশোরীর লাশ পাওয়া গেছে দুই দিন পর।
মারা যাওয়া জান্নাতুল আক্তার (১৬) উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল। আজ সোমবার ভোরে নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত শনিবার দুপুরে নদে গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যায় সে।
পরিবার সূত্রে জানা গেছে, জান্নাতুল গত শুক্রবার চরশ্যামাইল এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে ফুপাতো বোন তাবাসসুমকে নিয়ে পাশের নদে গোসল করতে যায়। সাঁতার না জানায় অল্প পানিতে নেমেই গোসল করছিল। হঠাৎ করে ঢেউ ও স্রোতের টানে সে তলিয়ে যায়। পরে তাবাসসুম বাড়িতে গিয়ে খবর দিলে আশপাশের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে। শেষে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেও তার কোনো খোঁজ পায়নি।
আজ ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার দূরে জান্নাতুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে মরদেহটি উদ্ধার করা হলে শনাক্ত করে পরিবারের লোকজন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচরের কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাইদুল ইসলাম।
জান্নাতুলের চাচা মো. সোহেল বলেন, ‘সোমবার ভোরে পানিতে ভেসে উঠে আমার ভাতিজির লাশ। স্রোতের টানে ভাটিতে চলে গিয়েছিল। এ জন্য শনিবার খুঁজে পাইনি।’
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে স্বাগত জানাতে রাস্তার পাশে স্কুলের ইউনিফর্ম পরে লাইন ধরে দাঁড়িয়ে ছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাঁচটি বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়। ক্লাস চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুলের শিক্ষকেরা
৫ মিনিট আগেরাজশাহীতে মহিলা দলের এক নেত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকারের (৭৪) বিরুদ্ধে। এ ঘটনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী (৩৬)। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার (৮ জুলাই) অভিযোগটি গৃহীত হয়েছে।
৯ মিনিট আগেদুর্নীতির অভিযোগে সরিয়ে দেওয়া খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার অফিস কক্ষ থেকে প্রায় ৯ লাখ টাকার বান্ডিল জব্দ করা হয়েছে। আজ বুধবার নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর অফিস কক্ষ পরিদর্শনের সময় এই টাকার সন্ধান পাওয়া যায়।
১ ঘণ্টা আগেবান্দরবানে কয়েক দিনের টানা প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে। যাঁরা পাহাড়ের পাদদেশ, চূড়া, নদীর তীরসহ ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, তাঁদের সতর্ক থাকাসহ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ করা হয়েছে।
১ ঘণ্টা আগে