গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আবদার গ্রামের জৈনা বাজার এলাকায় জৈনা বাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করা হয়েছে। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন পথচারীরা।
সড়ক অবরোধের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ খান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না।
এইচডিএফ অ্যাপারেলস কারখানার নারী শ্রমিকেরা বলেন, গত অক্টোবর ও চলতি মাসের বেতন পাওনা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন পরিশোধ না করে হঠাৎ কারখানা বন্ধ করে পালিয়েছে। সকালে কর্মস্থলে এসে দেখি মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কারখানার শ্রমিক রিনা আক্তার বলেন, ‘শুধুমাত্র মরিচ দিয়ে ভাত নিয়ে এসেছি খাওয়ার জন্য। আমরা খুবই কষ্টে আছি। দেয়-দিচ্ছি করে আমাদের দেড় মাস ধরে ঘুরাচ্ছে। দেড় মাস বেতন না পেলে কীভাবে চলি? আমাদের দোকানি এক মাসের বেশি বাকি দেয় না। মাস শেষে বাড়ির মালিক বাড়ি ভাড়ার জন্য চাপ দেয়। আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে এ জন্য রাস্তায় নেমে এসেছি।
একই কারখানার শ্রমিক নাজমিন আক্তার বলেন, বেতন দেয়-দিচ্ছি করে দেড় মাস। বেতন তো পরিশোধ করেনি। শ্রমিকদের না জানিয়ে কারখানা বন্ধের নোটিশ। কী করব? পেট তো আর দেয়-দিচ্ছি আজ না কাল শুনে না। পেটের দায়ে রাস্তায় নেমেছি। বেতন না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না। কপালে যা আছে তাই হবে।
বেতনের তারিখ শেষ না হতেই বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ সৃষ্টি করে বলে জানান পোশাক শ্রমিক শামীমা আক্তার। তিনি বলেন, মুদি দোকানিতে বাকি পড়ে আছে। সামান্য কষ্টের কারণে সড়কে আসেনি। এমন রোদে আপনারা তো থাকতে পারেন না। আমরা ঘণ্টাব্যাপী আছি কীভাবে? পেট তো আর কষ্ট বোঝে না। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ মাসশেষে দিতে হয়। শ্রমিকদের কষ্ট কেউ বোঝে না।
এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা পিন্স মাহমুদের মোবাইল ফোন নম্বরে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। এ ছাড়া কারখানায় কর্তৃপক্ষের পক্ষে কাউকে পাওয়া যায়নি।

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আবদার গ্রামের জৈনা বাজার এলাকায় জৈনা বাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করা হয়েছে। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন পথচারীরা।
সড়ক অবরোধের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ খান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না।
এইচডিএফ অ্যাপারেলস কারখানার নারী শ্রমিকেরা বলেন, গত অক্টোবর ও চলতি মাসের বেতন পাওনা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন পরিশোধ না করে হঠাৎ কারখানা বন্ধ করে পালিয়েছে। সকালে কর্মস্থলে এসে দেখি মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কারখানার শ্রমিক রিনা আক্তার বলেন, ‘শুধুমাত্র মরিচ দিয়ে ভাত নিয়ে এসেছি খাওয়ার জন্য। আমরা খুবই কষ্টে আছি। দেয়-দিচ্ছি করে আমাদের দেড় মাস ধরে ঘুরাচ্ছে। দেড় মাস বেতন না পেলে কীভাবে চলি? আমাদের দোকানি এক মাসের বেশি বাকি দেয় না। মাস শেষে বাড়ির মালিক বাড়ি ভাড়ার জন্য চাপ দেয়। আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে এ জন্য রাস্তায় নেমে এসেছি।
একই কারখানার শ্রমিক নাজমিন আক্তার বলেন, বেতন দেয়-দিচ্ছি করে দেড় মাস। বেতন তো পরিশোধ করেনি। শ্রমিকদের না জানিয়ে কারখানা বন্ধের নোটিশ। কী করব? পেট তো আর দেয়-দিচ্ছি আজ না কাল শুনে না। পেটের দায়ে রাস্তায় নেমেছি। বেতন না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না। কপালে যা আছে তাই হবে।
বেতনের তারিখ শেষ না হতেই বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ সৃষ্টি করে বলে জানান পোশাক শ্রমিক শামীমা আক্তার। তিনি বলেন, মুদি দোকানিতে বাকি পড়ে আছে। সামান্য কষ্টের কারণে সড়কে আসেনি। এমন রোদে আপনারা তো থাকতে পারেন না। আমরা ঘণ্টাব্যাপী আছি কীভাবে? পেট তো আর কষ্ট বোঝে না। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ মাসশেষে দিতে হয়। শ্রমিকদের কষ্ট কেউ বোঝে না।
এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা পিন্স মাহমুদের মোবাইল ফোন নম্বরে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। এ ছাড়া কারখানায় কর্তৃপক্ষের পক্ষে কাউকে পাওয়া যায়নি।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩৬ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে