গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আবদার গ্রামের জৈনা বাজার এলাকায় জৈনা বাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করা হয়েছে। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন পথচারীরা।
সড়ক অবরোধের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ খান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না।
এইচডিএফ অ্যাপারেলস কারখানার নারী শ্রমিকেরা বলেন, গত অক্টোবর ও চলতি মাসের বেতন পাওনা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন পরিশোধ না করে হঠাৎ কারখানা বন্ধ করে পালিয়েছে। সকালে কর্মস্থলে এসে দেখি মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কারখানার শ্রমিক রিনা আক্তার বলেন, ‘শুধুমাত্র মরিচ দিয়ে ভাত নিয়ে এসেছি খাওয়ার জন্য। আমরা খুবই কষ্টে আছি। দেয়-দিচ্ছি করে আমাদের দেড় মাস ধরে ঘুরাচ্ছে। দেড় মাস বেতন না পেলে কীভাবে চলি? আমাদের দোকানি এক মাসের বেশি বাকি দেয় না। মাস শেষে বাড়ির মালিক বাড়ি ভাড়ার জন্য চাপ দেয়। আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে এ জন্য রাস্তায় নেমে এসেছি।
একই কারখানার শ্রমিক নাজমিন আক্তার বলেন, বেতন দেয়-দিচ্ছি করে দেড় মাস। বেতন তো পরিশোধ করেনি। শ্রমিকদের না জানিয়ে কারখানা বন্ধের নোটিশ। কী করব? পেট তো আর দেয়-দিচ্ছি আজ না কাল শুনে না। পেটের দায়ে রাস্তায় নেমেছি। বেতন না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না। কপালে যা আছে তাই হবে।
বেতনের তারিখ শেষ না হতেই বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ সৃষ্টি করে বলে জানান পোশাক শ্রমিক শামীমা আক্তার। তিনি বলেন, মুদি দোকানিতে বাকি পড়ে আছে। সামান্য কষ্টের কারণে সড়কে আসেনি। এমন রোদে আপনারা তো থাকতে পারেন না। আমরা ঘণ্টাব্যাপী আছি কীভাবে? পেট তো আর কষ্ট বোঝে না। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ মাসশেষে দিতে হয়। শ্রমিকদের কষ্ট কেউ বোঝে না।
এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা পিন্স মাহমুদের মোবাইল ফোন নম্বরে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। এ ছাড়া কারখানায় কর্তৃপক্ষের পক্ষে কাউকে পাওয়া যায়নি।

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আবদার গ্রামের জৈনা বাজার এলাকায় জৈনা বাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করা হয়েছে। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন পথচারীরা।
সড়ক অবরোধের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ খান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না।
এইচডিএফ অ্যাপারেলস কারখানার নারী শ্রমিকেরা বলেন, গত অক্টোবর ও চলতি মাসের বেতন পাওনা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন পরিশোধ না করে হঠাৎ কারখানা বন্ধ করে পালিয়েছে। সকালে কর্মস্থলে এসে দেখি মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কারখানার শ্রমিক রিনা আক্তার বলেন, ‘শুধুমাত্র মরিচ দিয়ে ভাত নিয়ে এসেছি খাওয়ার জন্য। আমরা খুবই কষ্টে আছি। দেয়-দিচ্ছি করে আমাদের দেড় মাস ধরে ঘুরাচ্ছে। দেড় মাস বেতন না পেলে কীভাবে চলি? আমাদের দোকানি এক মাসের বেশি বাকি দেয় না। মাস শেষে বাড়ির মালিক বাড়ি ভাড়ার জন্য চাপ দেয়। আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে এ জন্য রাস্তায় নেমে এসেছি।
একই কারখানার শ্রমিক নাজমিন আক্তার বলেন, বেতন দেয়-দিচ্ছি করে দেড় মাস। বেতন তো পরিশোধ করেনি। শ্রমিকদের না জানিয়ে কারখানা বন্ধের নোটিশ। কী করব? পেট তো আর দেয়-দিচ্ছি আজ না কাল শুনে না। পেটের দায়ে রাস্তায় নেমেছি। বেতন না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না। কপালে যা আছে তাই হবে।
বেতনের তারিখ শেষ না হতেই বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ সৃষ্টি করে বলে জানান পোশাক শ্রমিক শামীমা আক্তার। তিনি বলেন, মুদি দোকানিতে বাকি পড়ে আছে। সামান্য কষ্টের কারণে সড়কে আসেনি। এমন রোদে আপনারা তো থাকতে পারেন না। আমরা ঘণ্টাব্যাপী আছি কীভাবে? পেট তো আর কষ্ট বোঝে না। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ মাসশেষে দিতে হয়। শ্রমিকদের কষ্ট কেউ বোঝে না।
এইচডিএফ অ্যাপারেলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা পিন্স মাহমুদের মোবাইল ফোন নম্বরে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। এ ছাড়া কারখানায় কর্তৃপক্ষের পক্ষে কাউকে পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে