শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে নোঙর করা জিও ব্যাগবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাল্কহেডের ভেতর ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই শ্রমিকসহ বাল্কহেডটির সন্ধান এখনো মেলেনি।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘাটে নোঙর করা বাল্কহেডটি দড়ি ছিঁড়ে ডুবে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানায়, মহসিন এক্সপ্রেস নামের ওই বাল্কহেড জিও ব্যাগ নিয়ে নড়িয়ার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙর করা ছিল। বাল্কহেডটির সামনের অংশের জিও ব্যাগ নামানো হলেও পেছনের দিকে বোঝাই ছিল। এতে পেছনের দিকে অতিরিক্ত চাপ থাকায় গতকাল রাতে নোঙর করা বাল্কহেডটির রশি ছিঁড়ে মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমিয়ে থাকা দুই কর্মচারী নিখোঁজ হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে শরীয়তপুরে ডুবুরি দল না থাকায় ভোররাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।
মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার লিয়াকত হোসেন বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে পানির গভীরতা বেশি থাকায় এখনো বাল্কহেডটির সন্ধান পাওয়া সম্ভব হয়নি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পেছনের অংশে অতিরিক্ত চাপের কারণে বাল্কহেডটি পদ্মায় ডুবে গিয়ে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে নোঙর করা জিও ব্যাগবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাল্কহেডের ভেতর ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই শ্রমিকসহ বাল্কহেডটির সন্ধান এখনো মেলেনি।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘাটে নোঙর করা বাল্কহেডটি দড়ি ছিঁড়ে ডুবে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানায়, মহসিন এক্সপ্রেস নামের ওই বাল্কহেড জিও ব্যাগ নিয়ে নড়িয়ার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙর করা ছিল। বাল্কহেডটির সামনের অংশের জিও ব্যাগ নামানো হলেও পেছনের দিকে বোঝাই ছিল। এতে পেছনের দিকে অতিরিক্ত চাপ থাকায় গতকাল রাতে নোঙর করা বাল্কহেডটির রশি ছিঁড়ে মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমিয়ে থাকা দুই কর্মচারী নিখোঁজ হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে শরীয়তপুরে ডুবুরি দল না থাকায় ভোররাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।
মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার লিয়াকত হোসেন বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে পানির গভীরতা বেশি থাকায় এখনো বাল্কহেডটির সন্ধান পাওয়া সম্ভব হয়নি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পেছনের অংশে অতিরিক্ত চাপের কারণে বাল্কহেডটি পদ্মায় ডুবে গিয়ে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাজশাহীতে এক ব্যক্তির ৬৮ বছর আগে কেনা জমি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই এলাকার একটি প্রভাবশালী মহল ওই জমিতে ইট-বালু ফেলে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেছেন। ভুক্তভোগী ব্যক্তিকে দেওয়া হচ্ছে হুমকিও।
২ ঘণ্টা আগে‘জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, সিলেট’র গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্ষমতার জোরে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে। সদস্যরা বলছেন, সমিতির বাইরের লোকজন দিয়ে আট সদস্যের ‘মনগড়া’ এই কমিটির আহ্বায়ক ডিসি নিজেই।
২ ঘণ্টা আগেনেত্রকোনার আটপাড়ায় নিয়মবহির্ভূতভাবে সারের সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের নাম নুরুল আমিন তালুকদার। তিনি উপজেলার সীতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগেনরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মাধবদী রেস্টহাউসের কেয়ারটেকার হাবিবুর রহমান শূন্য থেকে কোটিপতি বনে গেছেন। ভুয়া স্থায়ী ঠিকানা ও ভুয়া সনদে চাকরি নিয়ে দালালি আর অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটিপতি হওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে