Ajker Patrika

শরীয়তপুরে পদ্মা নদীতে বাল্কহেডডুবি, নিখোঁজ ২

শরীয়তপুর প্রতিনিধি
কোস্ট গার্ডের উদ্ধার অভিযান।  ছবি: আজকের পত্রিকা
কোস্ট গার্ডের উদ্ধার অভিযান। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে নোঙর করা জিও ব্যাগবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাল্কহেডের ভেতর ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই শ্রমিকসহ বাল্কহেডটির সন্ধান এখনো মেলেনি।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘাটে নোঙর করা বাল্কহেডটি দড়ি ছিঁড়ে ডুবে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানায়, মহসিন এক্সপ্রেস নামের ওই বাল্কহেড জিও ব্যাগ নিয়ে নড়িয়ার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙর করা ছিল। বাল্কহেডটির সামনের অংশের জিও ব্যাগ নামানো হলেও পেছনের দিকে বোঝাই ছিল। এতে পেছনের দিকে অতিরিক্ত চাপ থাকায় গতকাল রাতে নোঙর করা বাল্কহেডটির রশি ছিঁড়ে মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমিয়ে থাকা দুই কর্মচারী নিখোঁজ হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে শরীয়তপুরে ডুবুরি দল না থাকায় ভোররাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।

মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার লিয়াকত হোসেন বলেন, খবর পাওয়ার পর ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে পানির গভীরতা বেশি থাকায় এখনো বাল্কহেডটির সন্ধান পাওয়া সম্ভব হয়নি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পেছনের অংশে অতিরিক্ত চাপের কারণে বাল্কহেডটি পদ্মায় ডুবে গিয়ে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত