কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির ভিটা নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছোট ভাই আব্দুর রশিদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে করিমগঞ্জের শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাই (৬০) করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রশিদ বাড়ির ভিটা নিয়ে বিরোধে জেরে তাঁর বড় ভাইকে ছুরিকাঘাত করার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল হাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির ভিটা নিয়ে তাঁরই ছোট ভাই আব্দুর রশিদের বিরোধ চলছিল। একপর্যায়ে আব্দুল হাই ঢাকায় গিয়ে ব্যবসা শুরু করেন। কয়েক দিন আগে বাড়িতে ফিরে আসেন তিনি। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে পাশের শিমুলতলা বাজারে যান আব্দুল হাই। এ সময় তার ছোট ভাই আব্দুর রশিদের সঙ্গে পুরোনো বিরোধ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই আব্দুর রশিদ ছুরিকাঘাত করেন বড় ভাই আব্দুল হাইকে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহেরা বাদী হয়ে আজ বিকেলে করিমগঞ্জ থানায় দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার মূল অভিযুক্ত নিহতের ছোট ভাই আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির ভিটা নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছোট ভাই আব্দুর রশিদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে করিমগঞ্জের শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাই (৬০) করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রশিদ বাড়ির ভিটা নিয়ে বিরোধে জেরে তাঁর বড় ভাইকে ছুরিকাঘাত করার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল হাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির ভিটা নিয়ে তাঁরই ছোট ভাই আব্দুর রশিদের বিরোধ চলছিল। একপর্যায়ে আব্দুল হাই ঢাকায় গিয়ে ব্যবসা শুরু করেন। কয়েক দিন আগে বাড়িতে ফিরে আসেন তিনি। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে পাশের শিমুলতলা বাজারে যান আব্দুল হাই। এ সময় তার ছোট ভাই আব্দুর রশিদের সঙ্গে পুরোনো বিরোধ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই আব্দুর রশিদ ছুরিকাঘাত করেন বড় ভাই আব্দুল হাইকে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহেরা বাদী হয়ে আজ বিকেলে করিমগঞ্জ থানায় দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার মূল অভিযুক্ত নিহতের ছোট ভাই আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ২ হাজার হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে বলে জানা গেছে। এ সময় ঝড়ে বাড়িঘর বিধ্বস্তের খবর পাওয়া গেছে। গাছপালা উপড়ে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
১৫ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলের মাটি লুট বন্ধে চেকপোস্ট বসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার বিকেলে শ্রীধরপুর এলাকায় বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধনকালে উপদেষ্টা এ তথ্য জানান।
২৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাজরিন (১১) ও জান্নাতুন (৯) নামের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের কিশমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করতে ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে কাজ করছে। শিগগির শহরের মধ্যে অবৈধ অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনে অভিযান চালানো হবে।
১ ঘণ্টা আগে