কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ির পেছনে ঘাসখেত থেকে জাহাঙ্গীর নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুলিয়ারচর পৌর সদরের বড়খারচর মহল্লার বাচ্চু মিয়ার বাড়ির সামনে ঘাসখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. জাহাঙ্গীর (৪০) পৌর সদরের বড়খারচর মহল্লার দুখু মিয়ার ছেলে। তিনি গতকাল বুধবার (২ জুলাই) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। নিহত জাহাঙ্গীর পেশায় বাঁশ ব্যবসায়ী এবং দুই ছেলে ও তিন মেয়ের জনক।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হলে সন্ধ্যায় পরিবার থেকে ফোন দেয়। কিন্তু ফোনটি রিসিভ করেননি জাহাঙ্গীর। পরে রাতে বাড়িতে না ফেরায় স্বজনেরা চিন্তিত হয়ে পড়েন।
আজ দুপুরে বিষয়টি থানায় অবগত করে পরিবার। বিকেলে বড়খারচরের (কান্দা) পতিত জমিতে স্থানীয় ছেলেরা ফুটবল খেলার সময় বলটি ঘাসখেতে পড়লে বল আনতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে থানা-পুলিশে খবর দেন এবং ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিসে আসে পুলিশ।
প্রত্যক্ষদর্শী রবি বলেন, ‘বিকেলে আমরা বাড়ির পেছনে ফুটবল খেলছিলাম। হঠাৎ বল ঘাসখেতে গেলে খুঁজতে গিয়ে প্রথমে আমি লাশটি দেখলে পাই। পরে সহপাঠীদের ডাক দিলে তারাও খেলা থেকে ছুটে আসে। পরে জানতে পারি তিনি আমাদের এলাকার বড় ভাই।’
নিহত জাহাঙ্গীরের বাবা দুখু মিয়া বলেন, ‘গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পেছনে হাঁটতে বের হয় আমার ছেলে। সন্ধ্যার পর ফোন দিলে ফোন বাজতে থাকে, কিন্তু কেউ রিসিভ করেনি। রাতভর খুঁজেও কোনো সন্ধান মেলেনি।’
দুখু মিয়া আরও বলেন, ‘আমার ছেলের এমনিতে কোনো শত্রু নেই। সে খুবই শান্ত ও মিশুক প্রকৃতির মানুষ। আমার ছেলেকে কে বা কারা হত্যা করেছে, জানা নেই। আমি ছেলে হত্যার বিচার চাই।’
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ির পেছনে ঘাসখেত থেকে জাহাঙ্গীর নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুলিয়ারচর পৌর সদরের বড়খারচর মহল্লার বাচ্চু মিয়ার বাড়ির সামনে ঘাসখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. জাহাঙ্গীর (৪০) পৌর সদরের বড়খারচর মহল্লার দুখু মিয়ার ছেলে। তিনি গতকাল বুধবার (২ জুলাই) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। নিহত জাহাঙ্গীর পেশায় বাঁশ ব্যবসায়ী এবং দুই ছেলে ও তিন মেয়ের জনক।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হলে সন্ধ্যায় পরিবার থেকে ফোন দেয়। কিন্তু ফোনটি রিসিভ করেননি জাহাঙ্গীর। পরে রাতে বাড়িতে না ফেরায় স্বজনেরা চিন্তিত হয়ে পড়েন।
আজ দুপুরে বিষয়টি থানায় অবগত করে পরিবার। বিকেলে বড়খারচরের (কান্দা) পতিত জমিতে স্থানীয় ছেলেরা ফুটবল খেলার সময় বলটি ঘাসখেতে পড়লে বল আনতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে থানা-পুলিশে খবর দেন এবং ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিসে আসে পুলিশ।
প্রত্যক্ষদর্শী রবি বলেন, ‘বিকেলে আমরা বাড়ির পেছনে ফুটবল খেলছিলাম। হঠাৎ বল ঘাসখেতে গেলে খুঁজতে গিয়ে প্রথমে আমি লাশটি দেখলে পাই। পরে সহপাঠীদের ডাক দিলে তারাও খেলা থেকে ছুটে আসে। পরে জানতে পারি তিনি আমাদের এলাকার বড় ভাই।’
নিহত জাহাঙ্গীরের বাবা দুখু মিয়া বলেন, ‘গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পেছনে হাঁটতে বের হয় আমার ছেলে। সন্ধ্যার পর ফোন দিলে ফোন বাজতে থাকে, কিন্তু কেউ রিসিভ করেনি। রাতভর খুঁজেও কোনো সন্ধান মেলেনি।’
দুখু মিয়া আরও বলেন, ‘আমার ছেলের এমনিতে কোনো শত্রু নেই। সে খুবই শান্ত ও মিশুক প্রকৃতির মানুষ। আমার ছেলেকে কে বা কারা হত্যা করেছে, জানা নেই। আমি ছেলে হত্যার বিচার চাই।’
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে