Ajker Patrika

৪ মামলায় বিএনপি নেতা আমীর খসরুর জামিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৭: ২৫
৪ মামলায় বিএনপি নেতা আমীর খসরুর জামিন 

রাজধানীর রমনা ও পল্টন মডেল থানার চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিন পেয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জামিনের আদেশ দেন।

রাজধানীর রমনা ও পল্টন মডেল থানার চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই জামিন আদেশ দেন।

দুই থানার মোট ৮ মামলায় আমির খসরুর জামিন আবেদন শুনানির জন্য দিন ধার্য ছিল আজ। এর মধ্যে ৪ মামলায় আদালত জামিন দিয়েছেন। আসামির জামিন শুনানির জন্য বাকি চারটি মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় এসব মামলায় খসরুর জামিন শুনানি হয়নি। 

মহানগর দায়রা আদালত থেকে নথি পাঠালে আজ বিকালেই শুনানি হতে পারে বলে আমীর খসরুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান। শুনানিতে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, মহসীন মিয়া, আব্দুল লতিফ তালুকদার, ইকবাল হোসেন, ওমর ফারুক ফারুকীও অংশ নেন।

রাষ্ট্রপক্ষে পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) এসি মুত্তাকিন জামিনের বিরোধিতা করেন। শুনানির শুরুতে চার মামলায় আমির খসরুকে গ্রেপ্তার দেখানো হয়। পরে জামিনের আবেদনের ওপর শুনানি গ্রহণ করে জামিন দেন।

গত ১৪ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এ দিন ধার্য করেন। ওইদিন আট মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ও জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। পরে আদালত শুনানির জন্য গত বুধবার তারিখ ধার্য করেন। বুধবার আবার শুনানি পিছিয়ে বৃহস্পতিবার তারিখ ধার্য করেন।

গত ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। পরে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পল্টন থানার ওই দুটি মামলায় বুধবার আমীর খসরুকে জামিন দেওয়া হয়। ১০ মামলার মধ্যে ছয় মামলায় জামিন পেলেন খসরু।
 
এর আগে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ৩ নভেম্বর আমীর খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পল্টন থানার নাশকতার আরেক মামলায় গত ১৮ ডিসেম্বর গ্রেপ্তার দেখানো হয়।

এই আটটি মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  এর আগে জামিনের আবেদন করা হয়। কিন্তু মামলাগুলোতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর আবেদন না করায় জামিন আবেদন ফেরত দেওয়া হয়। পরে আমীর খসরুর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। গত বৃহস্পতিবারে হাইকোর্ট আমীর খসরুর জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন নিম্ন আদালতকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত