নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকায় গৃহবধূ রোজিনা হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী ও প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান।
গতকাল রোববার কেরানীগঞ্জ থেকে নিহতের স্বামী সঞ্জিত সাহা ওরফে মো. আকাশ (৩১) ও আকাশের প্রথম স্ত্রী মালা সাহাকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান বলেন, ‘ভরণপোষণ না পেয়ে ক্ষোভ থেকে স্বামীর দ্বিতীয় স্ত্রী রোজিনাকে খুন করেন প্রথম স্ত্রী মালা সাহা। এ ছাড়া আকাশ আগে হিন্দুধর্মাবলম্বী ছিলেন, তখন তাঁর নাম ছিল রঞ্জিত সাহা। নিহত রোজিনাকে বিয়ের জন্য আকাশ ধর্মান্তরিত হন এবং আগের বিয়ের কথা গোপন রাখেন। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রী মালার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না আকাশ। সব মিলিয়ে ক্ষোভ থেকে ভাঙা আয়নার কাচের টুকরা দিয়ে সতিন রোজিনাকে কুপিয়ে হত্যা করেন মালা।’
হত্যাকাণ্ডের আগে বোরকা পরে ছদ্মবেশ নিয়ে ঘটনাস্থলে আসেন মালা। তারপর আয়নার ভাঙা কাচের টুকরা দিয়ে রোজিনাকে কুপিয়ে হত্যা করেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘রোজিনা দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেন রঞ্জিত সাহা ওরফে মো. আকাশ নামের এক যুবককে। সনাতন ধর্ম থেকে মুসলিম হয়ে রোজিনাকে বিয়ে করে কামরাঙ্গীরচর এলাকায় বসবাস শুরু করেন। তবে রঞ্জিত সাহার আগের বিয়ে ও প্রথম স্ত্রীর ঘরে সন্তান থাকার তথ্য নিহত রোজিনার কাছে গোপন করেন। বিয়ের দেড় বছরের মাথায় বিষয়টি আকাশের দ্বিতীয় স্ত্রী রোজিনা জেনে যাওয়ায় পারিবারিক কলহ সৃষ্টি হয়। এই নিয়ে তাঁদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো।’
তিনি বলেন, রঞ্জিতের প্রথম স্ত্রীর ঘরে ১৫ ও ৮ বছরের দুই সন্তান আছে। তবে তিনি তাদের ভরণপোষণ দিতেন না। এ নিয়ে মালা সাহা স্বামীর প্রতি ক্ষুব্ধ হন।
এরই ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি দুপুরে নিহতের স্বামী রঞ্জিত ওরফে আকাশ ও তাঁর প্রথম স্ত্রী মালা সাহা মিলে কাচের টুকরা দিয়ে গলা কেটে হত্যা করেন বলে জানান তিনি। এ ঘটনায় মামলা করেন নিহতের বাবা আব্দুর রহিম।

রাজধানীর কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকায় গৃহবধূ রোজিনা হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী ও প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান।
গতকাল রোববার কেরানীগঞ্জ থেকে নিহতের স্বামী সঞ্জিত সাহা ওরফে মো. আকাশ (৩১) ও আকাশের প্রথম স্ত্রী মালা সাহাকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান বলেন, ‘ভরণপোষণ না পেয়ে ক্ষোভ থেকে স্বামীর দ্বিতীয় স্ত্রী রোজিনাকে খুন করেন প্রথম স্ত্রী মালা সাহা। এ ছাড়া আকাশ আগে হিন্দুধর্মাবলম্বী ছিলেন, তখন তাঁর নাম ছিল রঞ্জিত সাহা। নিহত রোজিনাকে বিয়ের জন্য আকাশ ধর্মান্তরিত হন এবং আগের বিয়ের কথা গোপন রাখেন। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রী মালার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না আকাশ। সব মিলিয়ে ক্ষোভ থেকে ভাঙা আয়নার কাচের টুকরা দিয়ে সতিন রোজিনাকে কুপিয়ে হত্যা করেন মালা।’
হত্যাকাণ্ডের আগে বোরকা পরে ছদ্মবেশ নিয়ে ঘটনাস্থলে আসেন মালা। তারপর আয়নার ভাঙা কাচের টুকরা দিয়ে রোজিনাকে কুপিয়ে হত্যা করেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘রোজিনা দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেন রঞ্জিত সাহা ওরফে মো. আকাশ নামের এক যুবককে। সনাতন ধর্ম থেকে মুসলিম হয়ে রোজিনাকে বিয়ে করে কামরাঙ্গীরচর এলাকায় বসবাস শুরু করেন। তবে রঞ্জিত সাহার আগের বিয়ে ও প্রথম স্ত্রীর ঘরে সন্তান থাকার তথ্য নিহত রোজিনার কাছে গোপন করেন। বিয়ের দেড় বছরের মাথায় বিষয়টি আকাশের দ্বিতীয় স্ত্রী রোজিনা জেনে যাওয়ায় পারিবারিক কলহ সৃষ্টি হয়। এই নিয়ে তাঁদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো।’
তিনি বলেন, রঞ্জিতের প্রথম স্ত্রীর ঘরে ১৫ ও ৮ বছরের দুই সন্তান আছে। তবে তিনি তাদের ভরণপোষণ দিতেন না। এ নিয়ে মালা সাহা স্বামীর প্রতি ক্ষুব্ধ হন।
এরই ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি দুপুরে নিহতের স্বামী রঞ্জিত ওরফে আকাশ ও তাঁর প্রথম স্ত্রী মালা সাহা মিলে কাচের টুকরা দিয়ে গলা কেটে হত্যা করেন বলে জানান তিনি। এ ঘটনায় মামলা করেন নিহতের বাবা আব্দুর রহিম।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৪ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৭ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে