নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকায় গৃহবধূ রোজিনা হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী ও প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান।
গতকাল রোববার কেরানীগঞ্জ থেকে নিহতের স্বামী সঞ্জিত সাহা ওরফে মো. আকাশ (৩১) ও আকাশের প্রথম স্ত্রী মালা সাহাকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান বলেন, ‘ভরণপোষণ না পেয়ে ক্ষোভ থেকে স্বামীর দ্বিতীয় স্ত্রী রোজিনাকে খুন করেন প্রথম স্ত্রী মালা সাহা। এ ছাড়া আকাশ আগে হিন্দুধর্মাবলম্বী ছিলেন, তখন তাঁর নাম ছিল রঞ্জিত সাহা। নিহত রোজিনাকে বিয়ের জন্য আকাশ ধর্মান্তরিত হন এবং আগের বিয়ের কথা গোপন রাখেন। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রী মালার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না আকাশ। সব মিলিয়ে ক্ষোভ থেকে ভাঙা আয়নার কাচের টুকরা দিয়ে সতিন রোজিনাকে কুপিয়ে হত্যা করেন মালা।’
হত্যাকাণ্ডের আগে বোরকা পরে ছদ্মবেশ নিয়ে ঘটনাস্থলে আসেন মালা। তারপর আয়নার ভাঙা কাচের টুকরা দিয়ে রোজিনাকে কুপিয়ে হত্যা করেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘রোজিনা দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেন রঞ্জিত সাহা ওরফে মো. আকাশ নামের এক যুবককে। সনাতন ধর্ম থেকে মুসলিম হয়ে রোজিনাকে বিয়ে করে কামরাঙ্গীরচর এলাকায় বসবাস শুরু করেন। তবে রঞ্জিত সাহার আগের বিয়ে ও প্রথম স্ত্রীর ঘরে সন্তান থাকার তথ্য নিহত রোজিনার কাছে গোপন করেন। বিয়ের দেড় বছরের মাথায় বিষয়টি আকাশের দ্বিতীয় স্ত্রী রোজিনা জেনে যাওয়ায় পারিবারিক কলহ সৃষ্টি হয়। এই নিয়ে তাঁদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো।’
তিনি বলেন, রঞ্জিতের প্রথম স্ত্রীর ঘরে ১৫ ও ৮ বছরের দুই সন্তান আছে। তবে তিনি তাদের ভরণপোষণ দিতেন না। এ নিয়ে মালা সাহা স্বামীর প্রতি ক্ষুব্ধ হন।
এরই ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি দুপুরে নিহতের স্বামী রঞ্জিত ওরফে আকাশ ও তাঁর প্রথম স্ত্রী মালা সাহা মিলে কাচের টুকরা দিয়ে গলা কেটে হত্যা করেন বলে জানান তিনি। এ ঘটনায় মামলা করেন নিহতের বাবা আব্দুর রহিম।

রাজধানীর কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকায় গৃহবধূ রোজিনা হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী ও প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান।
গতকাল রোববার কেরানীগঞ্জ থেকে নিহতের স্বামী সঞ্জিত সাহা ওরফে মো. আকাশ (৩১) ও আকাশের প্রথম স্ত্রী মালা সাহাকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান বলেন, ‘ভরণপোষণ না পেয়ে ক্ষোভ থেকে স্বামীর দ্বিতীয় স্ত্রী রোজিনাকে খুন করেন প্রথম স্ত্রী মালা সাহা। এ ছাড়া আকাশ আগে হিন্দুধর্মাবলম্বী ছিলেন, তখন তাঁর নাম ছিল রঞ্জিত সাহা। নিহত রোজিনাকে বিয়ের জন্য আকাশ ধর্মান্তরিত হন এবং আগের বিয়ের কথা গোপন রাখেন। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রী মালার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না আকাশ। সব মিলিয়ে ক্ষোভ থেকে ভাঙা আয়নার কাচের টুকরা দিয়ে সতিন রোজিনাকে কুপিয়ে হত্যা করেন মালা।’
হত্যাকাণ্ডের আগে বোরকা পরে ছদ্মবেশ নিয়ে ঘটনাস্থলে আসেন মালা। তারপর আয়নার ভাঙা কাচের টুকরা দিয়ে রোজিনাকে কুপিয়ে হত্যা করেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘রোজিনা দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেন রঞ্জিত সাহা ওরফে মো. আকাশ নামের এক যুবককে। সনাতন ধর্ম থেকে মুসলিম হয়ে রোজিনাকে বিয়ে করে কামরাঙ্গীরচর এলাকায় বসবাস শুরু করেন। তবে রঞ্জিত সাহার আগের বিয়ে ও প্রথম স্ত্রীর ঘরে সন্তান থাকার তথ্য নিহত রোজিনার কাছে গোপন করেন। বিয়ের দেড় বছরের মাথায় বিষয়টি আকাশের দ্বিতীয় স্ত্রী রোজিনা জেনে যাওয়ায় পারিবারিক কলহ সৃষ্টি হয়। এই নিয়ে তাঁদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো।’
তিনি বলেন, রঞ্জিতের প্রথম স্ত্রীর ঘরে ১৫ ও ৮ বছরের দুই সন্তান আছে। তবে তিনি তাদের ভরণপোষণ দিতেন না। এ নিয়ে মালা সাহা স্বামীর প্রতি ক্ষুব্ধ হন।
এরই ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি দুপুরে নিহতের স্বামী রঞ্জিত ওরফে আকাশ ও তাঁর প্রথম স্ত্রী মালা সাহা মিলে কাচের টুকরা দিয়ে গলা কেটে হত্যা করেন বলে জানান তিনি। এ ঘটনায় মামলা করেন নিহতের বাবা আব্দুর রহিম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে