নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস রাইজারের লিকেজ থেকে আগুন ধরে দুই শিশুসহ একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ফতুল্লার পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন। আহতদের রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন আনোয়ার (৪৫), রোজিনা (৪০), তাঁদের দুই সন্তান রোহান (১৫) ও রোমান (১২)। আহত আনোয়ার পেশায় রিকশাচালক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘আমরা ভোর ৫টায় গ্যাস থেকে আগুন লাগার খবর পাই। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।’
আগুনের কারণ জানতে চাইলে উপসহকারী পরিচালক বলেন, ধারণা করা হচ্ছে, বাড়ির পাশে থাকা গ্যাস রাইজারের লিকেজ থেকে বাড়ির ভেতরে গ্যাস জমে ছিল। বাড়ির কেউ আগুন ধরাতে গেলে পুরো ঘরে তা ছড়িয়ে পড়ে। পরে তাঁদের আর্তচিৎকারে আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন।
আহতদের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে চারজন অগ্নিদগ্ধ রোগী এসেছেন। তাঁদের মধ্যে রোজিনার ১৪ শতাংশ, আনোয়ারের ১৭ শতাংশ ও রোহানের ৩৫ শতাংশ শরীর পুড়ে গেছে। তাঁদের তিনজনের অবস্থা গুরুতর।
লিকেজ থেকে অগ্নিকাণ্ডের বিষয়ে তিতাস আঞ্চলিক বিপণন বিভাগ নারায়ণগঞ্জ জোনের উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে সরাসরি এখনো কেউ অভিযোগ করেননি। তবে ঘটনাস্থলে আমাদের টিম পাঠাচ্ছি। তাঁরা সরেজমিনে গিয়ে বিষয়টি পরিদর্শন করবে।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস রাইজারের লিকেজ থেকে আগুন ধরে দুই শিশুসহ একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ফতুল্লার পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন। আহতদের রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন আনোয়ার (৪৫), রোজিনা (৪০), তাঁদের দুই সন্তান রোহান (১৫) ও রোমান (১২)। আহত আনোয়ার পেশায় রিকশাচালক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘আমরা ভোর ৫টায় গ্যাস থেকে আগুন লাগার খবর পাই। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।’
আগুনের কারণ জানতে চাইলে উপসহকারী পরিচালক বলেন, ধারণা করা হচ্ছে, বাড়ির পাশে থাকা গ্যাস রাইজারের লিকেজ থেকে বাড়ির ভেতরে গ্যাস জমে ছিল। বাড়ির কেউ আগুন ধরাতে গেলে পুরো ঘরে তা ছড়িয়ে পড়ে। পরে তাঁদের আর্তচিৎকারে আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন।
আহতদের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে চারজন অগ্নিদগ্ধ রোগী এসেছেন। তাঁদের মধ্যে রোজিনার ১৪ শতাংশ, আনোয়ারের ১৭ শতাংশ ও রোহানের ৩৫ শতাংশ শরীর পুড়ে গেছে। তাঁদের তিনজনের অবস্থা গুরুতর।
লিকেজ থেকে অগ্নিকাণ্ডের বিষয়ে তিতাস আঞ্চলিক বিপণন বিভাগ নারায়ণগঞ্জ জোনের উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে সরাসরি এখনো কেউ অভিযোগ করেননি। তবে ঘটনাস্থলে আমাদের টিম পাঠাচ্ছি। তাঁরা সরেজমিনে গিয়ে বিষয়টি পরিদর্শন করবে।’

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৫ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৩ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে