কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকা থেকে নেশাজাতীয় ৩২ হাজার ৫০০ ট্যাপেন্টাডল বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে এ তথ্য জানান র্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, শুক্রবার ভোররাতে নগরীর মনোহরপুর এলাকা থেকে নেশাজাতীয় ৩২ হাজার ৫০০টি ট্যাপেন্টাডল বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা নগরীর নুরপুর এলাকার হৃদয় আহমদ জিসান (২২), একই এলাকার মো. সুমন (২০) এবং আদর্শ সদর উপজেলার তেলীকুণা গ্রামের খোকন মিয়া (২৫)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অন্য পৃথক দুটি অভিযানে কুমিল্লা সদর দক্ষিণের শ্রীনিবাস ও সদর উপজেলা অনণ্যপুর এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার লালমাই উপজেলার দোশারীচৌ গ্রামের মো. খোরশেদ আলম (২৯) ও সদর উপজেলার গাজীপুর গ্রামের রাজিব হাসান রাজু (২৪)।
গ্রেপ্তারকৃতদের বরাদ দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকা থেকে নেশাজাতীয় ৩২ হাজার ৫০০ ট্যাপেন্টাডল বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে এ তথ্য জানান র্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, শুক্রবার ভোররাতে নগরীর মনোহরপুর এলাকা থেকে নেশাজাতীয় ৩২ হাজার ৫০০টি ট্যাপেন্টাডল বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা নগরীর নুরপুর এলাকার হৃদয় আহমদ জিসান (২২), একই এলাকার মো. সুমন (২০) এবং আদর্শ সদর উপজেলার তেলীকুণা গ্রামের খোকন মিয়া (২৫)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অন্য পৃথক দুটি অভিযানে কুমিল্লা সদর দক্ষিণের শ্রীনিবাস ও সদর উপজেলা অনণ্যপুর এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার লালমাই উপজেলার দোশারীচৌ গ্রামের মো. খোরশেদ আলম (২৯) ও সদর উপজেলার গাজীপুর গ্রামের রাজিব হাসান রাজু (২৪)।
গ্রেপ্তারকৃতদের বরাদ দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
১৯ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে