কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতির গাড়িতে হামলার অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকায় কেন তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে না–তা লিখিতভাবে জানাতে চিঠি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। আজ বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা আয়োজিত হয়। সভা শেষে আবুল কালাম আজাদের নির্দেশে জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিনের গাড়িতে হামলা হয়েছে বলে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগপত্র জমা হয়। ওই হামলায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীবসহ আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে এমপি আবুল কালাম আজাদকে সাংগঠনিক নির্দেশক্রমে অব্যাহতি দেওয়া হলো।
নোটিশে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁকে কেনো সংগঠন থেকে বহিষ্কার করা হবে না–তার ব্যাখ্যাসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে হবে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৭ মার্চ ঐতিহাসিক এই দিবসটি পালনের দিন কুমিল্লার চান্দিনায় দাওয়াত না পাওয়ার অভিযোগ এনে সংসদ সদস্য আবুল কালাম আজাদের লোকজন সভায় হামলা চালায়। পরে আমার গাড়ি ভাঙচুর করে। এর প্রেক্ষিতেই বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রীর কাছে অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে দল ব্যবস্থা নিয়েছে।’
এ বিষয়ে জানতে সংসদ সদস্য আবুল কালাম আজাদের মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
উল্লেখ্য, আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে, তিনি দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতির গাড়িতে হামলার অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকায় কেন তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে না–তা লিখিতভাবে জানাতে চিঠি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। আজ বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা আয়োজিত হয়। সভা শেষে আবুল কালাম আজাদের নির্দেশে জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিনের গাড়িতে হামলা হয়েছে বলে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগপত্র জমা হয়। ওই হামলায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীবসহ আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে এমপি আবুল কালাম আজাদকে সাংগঠনিক নির্দেশক্রমে অব্যাহতি দেওয়া হলো।
নোটিশে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁকে কেনো সংগঠন থেকে বহিষ্কার করা হবে না–তার ব্যাখ্যাসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে হবে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৭ মার্চ ঐতিহাসিক এই দিবসটি পালনের দিন কুমিল্লার চান্দিনায় দাওয়াত না পাওয়ার অভিযোগ এনে সংসদ সদস্য আবুল কালাম আজাদের লোকজন সভায় হামলা চালায়। পরে আমার গাড়ি ভাঙচুর করে। এর প্রেক্ষিতেই বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রীর কাছে অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে দল ব্যবস্থা নিয়েছে।’
এ বিষয়ে জানতে সংসদ সদস্য আবুল কালাম আজাদের মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
উল্লেখ্য, আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে, তিনি দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২১ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২৫ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২৫ মিনিট আগে