কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদরের শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান এ তথ্য জানান।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, গত শুক্রবার দুপুরে কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় এক নারী যাত্রীর সঙ্গে মাইক্রোবাসের চালক ও লাইনম্যানের তর্ক-বিতর্ক হয়। পরবর্তীকালে এ ঘটনাকে কেন্দ্র করে শাসনগাছা মধ্যপাড়া ও মোল্লাপাড়ার লোকজনের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয় এবং জামিল হাসান অর্ণব নামের এক যুবক নিহত হন।
ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের মা ঝর্ণা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেন। পরে কোতোয়ালি পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একসঙ্গে কাজ শুরু করে।
জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার আসামি খলিলুর রহমানকে শাসনগাছা মোল্লাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যমতে, কুমিল্লার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থান থেকে আজ রোববার ভোর পর্যন্ত আরও ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা সদরের শাসনগাছা এলাকার ফজলে রাব্বি (৩০), মো. কাউছার (২০), খলিলুর রহমান (৬০) ও মো. রিয়াজ (২৬); শাসনগাছা এলাকার মো. সুমন (২৮) এবং শাসনগাছা দক্ষিণ বাড়ির মো. রাশেদ (৩৮) ও সোলেমান (৩৮)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে, চুরি ও মারামারির একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, খন্দকার আশফাকুজ্জামান, মো. নাজমুল হাসান, মো. কামরান হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।

কুমিল্লা সদরের শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান এ তথ্য জানান।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, গত শুক্রবার দুপুরে কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় এক নারী যাত্রীর সঙ্গে মাইক্রোবাসের চালক ও লাইনম্যানের তর্ক-বিতর্ক হয়। পরবর্তীকালে এ ঘটনাকে কেন্দ্র করে শাসনগাছা মধ্যপাড়া ও মোল্লাপাড়ার লোকজনের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয় এবং জামিল হাসান অর্ণব নামের এক যুবক নিহত হন।
ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের মা ঝর্ণা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেন। পরে কোতোয়ালি পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একসঙ্গে কাজ শুরু করে।
জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার আসামি খলিলুর রহমানকে শাসনগাছা মোল্লাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যমতে, কুমিল্লার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থান থেকে আজ রোববার ভোর পর্যন্ত আরও ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা সদরের শাসনগাছা এলাকার ফজলে রাব্বি (৩০), মো. কাউছার (২০), খলিলুর রহমান (৬০) ও মো. রিয়াজ (২৬); শাসনগাছা এলাকার মো. সুমন (২৮) এবং শাসনগাছা দক্ষিণ বাড়ির মো. রাশেদ (৩৮) ও সোলেমান (৩৮)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে, চুরি ও মারামারির একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, খন্দকার আশফাকুজ্জামান, মো. নাজমুল হাসান, মো. কামরান হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে