কুমিল্লা প্রতিনিধি

ঈদের আগের তিন দিনের ছুটিতে ঘরমুখী মানুষের ভিড়ে আজ শুক্রবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ব্যক্তিগত, যাত্রীবাহী ও মালামাল পরিবহনের যানবাহন চলাচল বেড়েছে। যানবাহনের চাপ বাড়ায় নির্দিষ্ট সময়ে গন্তব্য পৌঁছানো যাচ্ছে না। এতে ভোগান্তিতে যানবাহনের চালক ও যাত্রীরা। ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত যেতেই লাগছে পাঁচ-ছয় ঘণ্টা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যাও। নির্বিঘ্নে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কুমিল্লা অংশের ২৯টি পয়েন্টে ব্যবস্থা নেওয়ার কথা বললেও উল্লেখযোগ্য কোনো কার্যক্রম দেখা যায়নি।
এদিকে মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার, ক্যান্টনমেন্ট, পদুয়ার বাজার, সুয়াগাজি, মিয়াবাজারসহ বিভিন্ন বাজার এলাকায় যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা করায় যানবাহনগুলো স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। যার ফলে সময়ও লাগছে বেশি।
যাত্রীরা বলেন, রাস্তার ওপর হাটবাজার থাকা আর মহাসড়কের ওপর যানবাহন থেকে যাত্রী ওঠানামা করানোর ফলে যানজট হচ্ছে।
এদিকে আগামী বুধবার ঈদের ছুটি শুরু হওয়ার আগে ঘরমুখী মানুষের চাপে যানবাহন আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরপুর এলাকা পর্যন্ত যানজট ছিল, আস্তে আস্তে তা কমে স্বাভাবিক হয়ে আসছে, তবে যানবাহনের ধীর গতি রয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে।’

ঈদের আগের তিন দিনের ছুটিতে ঘরমুখী মানুষের ভিড়ে আজ শুক্রবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ব্যক্তিগত, যাত্রীবাহী ও মালামাল পরিবহনের যানবাহন চলাচল বেড়েছে। যানবাহনের চাপ বাড়ায় নির্দিষ্ট সময়ে গন্তব্য পৌঁছানো যাচ্ছে না। এতে ভোগান্তিতে যানবাহনের চালক ও যাত্রীরা। ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত যেতেই লাগছে পাঁচ-ছয় ঘণ্টা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যাও। নির্বিঘ্নে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কুমিল্লা অংশের ২৯টি পয়েন্টে ব্যবস্থা নেওয়ার কথা বললেও উল্লেখযোগ্য কোনো কার্যক্রম দেখা যায়নি।
এদিকে মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার, ক্যান্টনমেন্ট, পদুয়ার বাজার, সুয়াগাজি, মিয়াবাজারসহ বিভিন্ন বাজার এলাকায় যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা করায় যানবাহনগুলো স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। যার ফলে সময়ও লাগছে বেশি।
যাত্রীরা বলেন, রাস্তার ওপর হাটবাজার থাকা আর মহাসড়কের ওপর যানবাহন থেকে যাত্রী ওঠানামা করানোর ফলে যানজট হচ্ছে।
এদিকে আগামী বুধবার ঈদের ছুটি শুরু হওয়ার আগে ঘরমুখী মানুষের চাপে যানবাহন আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরপুর এলাকা পর্যন্ত যানজট ছিল, আস্তে আস্তে তা কমে স্বাভাবিক হয়ে আসছে, তবে যানবাহনের ধীর গতি রয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে।’

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১০ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২৫ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
৩৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৪০ মিনিট আগে