কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুরে অবৈধভাবে শত বছরের একটি পুকুর ভরাট করা হয়। উপজেলা প্রশাসন সেই পুকুরটি পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করে। পরে পুকুর ভরাটের উত্তোলিত বালু বিক্রি করা হয় প্রকাশ্যে নিলামে। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিলামে তোলা হয় জব্দ করা উত্তোলিত বালু।
আজ সোমবার দুপরে পুকুর ভরাটের উত্তোলিত বালু প্রকাশ্যে নিলামে তোলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলা ভূমি কর্মকর্তা তানজিনা জাহান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জগন্নাথপুরে শত বছরের বালুতোপা পুকুর (স্থানীয় নাম কারকুইন্না পুকুর) ভরাট করা হলে স্থানীয়রা জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনকে পদক্ষেপ নিতে বলেন। এ পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি কর্মকর্তা গত ২৫ মার্চ সরেজমিনে পরিদর্শনে যান এবং পুকুর ভরাট বন্ধের নির্দেশ দেন।
এরপর ২৬ মার্চ প্রশাসনের নির্দেশ অমান্য করে তাঁরা আবারও পুকুর ভরাট শুরু করেন। পুনরায় অভিযোগ পেয়ে ২৭ মার্চ অভিযান পরিচালনা করা হয়। সে সময় পুকুর ভরাটের অভিযোগে পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে ইয়াছিন মজুমদার গংদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার অবৈধভাবে পুকুর ভরাটের উত্তোলিত আনুমানিক ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি করা হয়।
স্থানীয় বাসিন্দা জানে আলম বলেন, ‘এই পুকুরটি আমাদের দাদার ছিল। মাছ চাষের জন্য এটি আমাদের কাছ থেকে কিনে নেওয়া হয়। পরে দেখি রাতারাতি এটি বালু দিয়ে ভরাট করে ফেলা হয়। এখন প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এটি উদ্ধার করে খনন করে দেয়। এতে এলাকাবাসী অনেক উপকৃত হবেন।’
মফিজুল ইসলাম নামের আরেক বাসিন্দা বলেন, এ পুকুরটি শত বছরের পুরোনো। স্থানীয়রা পানির প্রয়োজনে এটি ব্যবহার করতেন। কারও বাড়িতে আগুন লাগলে এই এলাকার আশপাশে কোনো পুকুর নেই। হঠাৎ দেখি এটি ভরাট হয়ে যায়। এখন প্রশাসন এটি উদ্ধার করছে। আমরা তাদের ধন্যবাদ জানাই।
এ বিষয়ে আদর্শ সদর উপজেলা কর্মকর্তা (ভূমি) তানজিনা জাহান বলেন, ‘শত বছরের ঐতিহ্যবাহী পুকুর বালুতোপা ভরাটের অভিযোগ পেয়ে আমরা কয়েক দফা অভিযান পরিচালনা করি। পরে পরিবেশ অধিদপ্তরে নিয়মিত মামলাও করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ (সোমবার) পুকুরটি পুনরুদ্ধারে বেআইনিভাবে ভরাটের উত্তোলিত বালু প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। পুকুরটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। বেআইনিভাবে পুকুর ভরাট করে কেউ পার পাবে না। এ ধরনের অভিযান চলতে থাকবে।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুরে অবৈধভাবে শত বছরের একটি পুকুর ভরাট করা হয়। উপজেলা প্রশাসন সেই পুকুরটি পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করে। পরে পুকুর ভরাটের উত্তোলিত বালু বিক্রি করা হয় প্রকাশ্যে নিলামে। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিলামে তোলা হয় জব্দ করা উত্তোলিত বালু।
আজ সোমবার দুপরে পুকুর ভরাটের উত্তোলিত বালু প্রকাশ্যে নিলামে তোলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলা ভূমি কর্মকর্তা তানজিনা জাহান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জগন্নাথপুরে শত বছরের বালুতোপা পুকুর (স্থানীয় নাম কারকুইন্না পুকুর) ভরাট করা হলে স্থানীয়রা জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনকে পদক্ষেপ নিতে বলেন। এ পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি কর্মকর্তা গত ২৫ মার্চ সরেজমিনে পরিদর্শনে যান এবং পুকুর ভরাট বন্ধের নির্দেশ দেন।
এরপর ২৬ মার্চ প্রশাসনের নির্দেশ অমান্য করে তাঁরা আবারও পুকুর ভরাট শুরু করেন। পুনরায় অভিযোগ পেয়ে ২৭ মার্চ অভিযান পরিচালনা করা হয়। সে সময় পুকুর ভরাটের অভিযোগে পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে ইয়াছিন মজুমদার গংদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার অবৈধভাবে পুকুর ভরাটের উত্তোলিত আনুমানিক ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি করা হয়।
স্থানীয় বাসিন্দা জানে আলম বলেন, ‘এই পুকুরটি আমাদের দাদার ছিল। মাছ চাষের জন্য এটি আমাদের কাছ থেকে কিনে নেওয়া হয়। পরে দেখি রাতারাতি এটি বালু দিয়ে ভরাট করে ফেলা হয়। এখন প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এটি উদ্ধার করে খনন করে দেয়। এতে এলাকাবাসী অনেক উপকৃত হবেন।’
মফিজুল ইসলাম নামের আরেক বাসিন্দা বলেন, এ পুকুরটি শত বছরের পুরোনো। স্থানীয়রা পানির প্রয়োজনে এটি ব্যবহার করতেন। কারও বাড়িতে আগুন লাগলে এই এলাকার আশপাশে কোনো পুকুর নেই। হঠাৎ দেখি এটি ভরাট হয়ে যায়। এখন প্রশাসন এটি উদ্ধার করছে। আমরা তাদের ধন্যবাদ জানাই।
এ বিষয়ে আদর্শ সদর উপজেলা কর্মকর্তা (ভূমি) তানজিনা জাহান বলেন, ‘শত বছরের ঐতিহ্যবাহী পুকুর বালুতোপা ভরাটের অভিযোগ পেয়ে আমরা কয়েক দফা অভিযান পরিচালনা করি। পরে পরিবেশ অধিদপ্তরে নিয়মিত মামলাও করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ (সোমবার) পুকুরটি পুনরুদ্ধারে বেআইনিভাবে ভরাটের উত্তোলিত বালু প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। পুকুরটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। বেআইনিভাবে পুকুর ভরাট করে কেউ পার পাবে না। এ ধরনের অভিযান চলতে থাকবে।

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৫ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
৩১ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৫ মিনিট আগে