কুমিল্লা প্রতিনিধি

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘গত জুলাই আন্দোলনে কাজী নজরুল ইসলাম ব্যাপকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। ৫ আগস্টের পরে আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছি এবং দেয়াললিখনে দেখবেন নজরুলের কবিতা-গান কীভাবে ব্যবহৃত হয়েছিল। নজরুলের যে শৈল্পিক শক্তির গান-কবিতা, তা ১০০ বছর পরেও দেশের মানুষের অবলম্বন হয়ে উঠেছে। সেই অবলম্বন নিয়েই একটি গণ-অভ্যুত্থান পরিচালিত হয়েছে। তাই বলা যায়, শিল্পের শক্তি নজরুলের শক্তি।’
আজ রোববার কুমিল্লায় তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সংস্কৃতি উপদেষ্টা এসব কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে সিনেমা তৈরি এবং তাঁর রচিত গ্রন্থগুলো অনুবাদ করার উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘নজরুলের স্মৃতি অবহেলিত, আমি জানি। আমরা স্মৃতি রক্ষা শুরু করি, কিন্তু স্মৃতি সংরক্ষণ করি না। এটি আমাদের খারাপ দিক। তবে আমাদের সুনজর রয়েছে।’

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার ও পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।
এর আগে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চেতনায় নজরুল ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জাতীয় দিবসের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টাসহ বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ এই প্রতিপাদ্যে কুমিল্লায় এবার বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হচ্ছে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘গত জুলাই আন্দোলনে কাজী নজরুল ইসলাম ব্যাপকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। ৫ আগস্টের পরে আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছি এবং দেয়াললিখনে দেখবেন নজরুলের কবিতা-গান কীভাবে ব্যবহৃত হয়েছিল। নজরুলের যে শৈল্পিক শক্তির গান-কবিতা, তা ১০০ বছর পরেও দেশের মানুষের অবলম্বন হয়ে উঠেছে। সেই অবলম্বন নিয়েই একটি গণ-অভ্যুত্থান পরিচালিত হয়েছে। তাই বলা যায়, শিল্পের শক্তি নজরুলের শক্তি।’
আজ রোববার কুমিল্লায় তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সংস্কৃতি উপদেষ্টা এসব কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে সিনেমা তৈরি এবং তাঁর রচিত গ্রন্থগুলো অনুবাদ করার উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘নজরুলের স্মৃতি অবহেলিত, আমি জানি। আমরা স্মৃতি রক্ষা শুরু করি, কিন্তু স্মৃতি সংরক্ষণ করি না। এটি আমাদের খারাপ দিক। তবে আমাদের সুনজর রয়েছে।’

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার ও পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।
এর আগে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চেতনায় নজরুল ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জাতীয় দিবসের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টাসহ বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ এই প্রতিপাদ্যে কুমিল্লায় এবার বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হচ্ছে।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
৩৯ মিনিট আগে