Ajker Patrika

মিয়ানমার বিজিপির বিরুদ্ধে ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ২২: ৫৬
মিয়ানমার বিজিপির বিরুদ্ধে ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

মাছ শিকার শেষে ফেরার পথে বঙ্গোপসাগরে টেকনাফের শাহপরীর দ্বীপের অদূরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ১৮ বাংলাদেশি মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া চারটি নৌকাও তারা নিয়ে গেছে। 

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম বলেন, ‘গত মঙ্গলবার বিকেলে তাঁদের (মাঝি) ধরে নিয়ে গেছে বিজিপি। আজ বুধবার রাত ৮টা পর্যন্ত জেলেদের ফেরত দেয়নি তারা।’ 

আবদুস সালাম জানান, ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মো. জসীম (২৫) একই এলাকার সাইফুল ইসলাম (২৩), মো. ফায়সেল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪), আব্দুর রহমান (২৪), নুর কালাম (২৬), মো. হোসেন (২২), হাসমত (২৫), মো. আকবর (২৩), নজীম উল্লাহ (১৯), রফিক (২০), সাব্বির (২৫), মো. হেলাল (২৫), রেজাউল করিম (১৮), রমজান (১৬), জামাল (২১)। 

ইউপি সদস্য আরও জানান, সাগরে মাছ শিকারের শেষে ফেরার পথে কাঠবোঝাই ডুবে যাওয়া ট্রলারে উদ্ধারকাজে অংশ নেয় এসব জেলেরা। এতে তারা কিছু কাঠও উদ্ধার করে। পরে জেলেরা ফেরার পথে চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে। 

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া বাসিন্দারা বলেন, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা মো. জসিম, নুর কালাম, মো. ইসলাম ও নুর কালামের মালিকানাধীন চারটি নৌকায় ১৮ মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে ফেরার পথে মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকায় কাঠবোঝাই একটি ট্রলার দেখতে পায়। এ সময় জেলেরা ডুবে যাওয়া ট্রলারের উদ্ধার কাজে অংশ নেয়। পরে তারা তীরে ফিরে আসার সময় মিয়ানমার বিজিপির সদস্যরা একটি স্পিডবোটে এসে বাংলাদেশি মাঝিমাল্লাদের ধাওয়া করে এবং একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘নৌকাসহ ১৮ জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে অবগত হয়েছি। বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বিজিবিকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে।’ 

টেকনাফের বিজিবির ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘আপনারা যেভাবে শুনেছেন আমরাও সেভাবে শুনেছি। মাঝিমাল্লাদের পরিবারের পক্ষ থেকে আমাদের বিষয়টি জানানো হয়নি। তারপরও আমরা খোঁজখবর নিয়ে মিয়ানমারে সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশকে চিঠি প্রেরণ করেছি। তবে এখনো তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত