কক্সবাজার প্রতিনিধি

সাগরপথে মিয়ানমারে পাচারের জন্য রাখা ভোজ্যতেল, আটা, চিনি, রসুনসহ বিপুল পরিমাণ ভোগ্যপণ্য জব্দ করেছে র্যাব। এ সময় পাচারে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে কক্সবাজার শহরের মাঝেরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার আবু তাহের (৫০), টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মো. তৈয়ব (২৪) এবং চট্টগ্রামের বাঁশখালীর কাহারঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে কবির আহমদ (৫৩)।
লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, গতকাল মধ্যরাতে মাঝেরঘাট এলাকায় খুরুশকূল ব্রিজের দক্ষিণ পাশে গ্রেপ্তার ব্যক্তিরা মিয়ানমারে পাচারের জন্য ভোগ্যপণ্য মজুত করছে—এ খবরে র্যাব অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক চার-পাঁচ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যমতে, স্থানীয় একটি বাসা থেকে ২ হাজার ১২০ লিটার সয়াবিন তেল, ৮৫০ কেজি আটা, ৭৫০ কেজি চিনি, ৪৮০ কেজি রসুনসহ ভোগ্যপণ্য জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বরাতে র্যাবের অধিনায়ক বলেন, মিয়ানমারে সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের জেরে দেশটির রাখাইন রাজ্যে বেশ কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে পণ্য সরবরাহ বন্ধ থাকায় সেখানে খাদ্যসংকট দেখা দিয়েছে। সীমান্তের যুদ্ধপরিস্থিতির/////// মধ্যেও পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সদস্যরা কক্সবাজার সমুদ্র উপকূলের বিভিন্ন পয়েন্ট দিয়ে খাদ্যপণ্য পাচার করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।
উল্লেখ্য, র্যাব কক্সবাজার সদর, উখিয়া, রামু ও টেকনাফে কয়েক দফা অভিযান চালিয়ে ভোগ্যপণ্য ও জ্বালানি তেল জব্দ করে। পাচারে জড়িত ১৬ জনকে আটক করা হয়।

সাগরপথে মিয়ানমারে পাচারের জন্য রাখা ভোজ্যতেল, আটা, চিনি, রসুনসহ বিপুল পরিমাণ ভোগ্যপণ্য জব্দ করেছে র্যাব। এ সময় পাচারে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে কক্সবাজার শহরের মাঝেরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার আবু তাহের (৫০), টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মো. তৈয়ব (২৪) এবং চট্টগ্রামের বাঁশখালীর কাহারঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে কবির আহমদ (৫৩)।
লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, গতকাল মধ্যরাতে মাঝেরঘাট এলাকায় খুরুশকূল ব্রিজের দক্ষিণ পাশে গ্রেপ্তার ব্যক্তিরা মিয়ানমারে পাচারের জন্য ভোগ্যপণ্য মজুত করছে—এ খবরে র্যাব অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক চার-পাঁচ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যমতে, স্থানীয় একটি বাসা থেকে ২ হাজার ১২০ লিটার সয়াবিন তেল, ৮৫০ কেজি আটা, ৭৫০ কেজি চিনি, ৪৮০ কেজি রসুনসহ ভোগ্যপণ্য জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বরাতে র্যাবের অধিনায়ক বলেন, মিয়ানমারে সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের জেরে দেশটির রাখাইন রাজ্যে বেশ কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে পণ্য সরবরাহ বন্ধ থাকায় সেখানে খাদ্যসংকট দেখা দিয়েছে। সীমান্তের যুদ্ধপরিস্থিতির/////// মধ্যেও পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সদস্যরা কক্সবাজার সমুদ্র উপকূলের বিভিন্ন পয়েন্ট দিয়ে খাদ্যপণ্য পাচার করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।
উল্লেখ্য, র্যাব কক্সবাজার সদর, উখিয়া, রামু ও টেকনাফে কয়েক দফা অভিযান চালিয়ে ভোগ্যপণ্য ও জ্বালানি তেল জব্দ করে। পাচারে জড়িত ১৬ জনকে আটক করা হয়।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৬ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে