কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে সরকারি দপ্তরের সেবাবঞ্চিত নাগরিকদের নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গণশুনানি করেছে। আজ বুধবার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে সকাল ১০টায় শুরু হওয়া গণশুনানি বিকেল সাড়ে ৪টার দিকে শেষ হয়।
এতে সরকারি দপ্তরের ভূমি, ইউনিয়ন পরিষদ, থানা, বিদ্যুৎ, চিকিৎসা, কৃষিসহ অন্তত ২২টি দপ্তরের বিরুদ্ধে গণশুনানি করা হয়।
‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই স্লোগানে কক্সবাজারে দুদকের উদ্যোগে অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এতে সভাপতিত্ব করেন। এতে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাহমুদ হাসান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে সরকারি অফিসে সেবা পেতে হয়রানির শিকার এবং সেবা বঞ্চিত বিভিন্ন এলাকার লোকজন অভিযোগ নিয়ে অংশগ্রহণ করেন। জেলা কার্যালয়ের সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে এসব অভিযোগ তোলা হয়।
দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা, নিষ্ঠা, মানবিকতা ও মূল্যবোধ সৃষ্টি করায় গণশুনানির উদ্দেশ্য। এর কারণে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা সহজীকরণ ও হয়রানি বা দুর্নীতি বন্ধে ভূমিকা রাখবে।

কক্সবাজারে সরকারি দপ্তরের সেবাবঞ্চিত নাগরিকদের নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গণশুনানি করেছে। আজ বুধবার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে সকাল ১০টায় শুরু হওয়া গণশুনানি বিকেল সাড়ে ৪টার দিকে শেষ হয়।
এতে সরকারি দপ্তরের ভূমি, ইউনিয়ন পরিষদ, থানা, বিদ্যুৎ, চিকিৎসা, কৃষিসহ অন্তত ২২টি দপ্তরের বিরুদ্ধে গণশুনানি করা হয়।
‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই স্লোগানে কক্সবাজারে দুদকের উদ্যোগে অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এতে সভাপতিত্ব করেন। এতে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাহমুদ হাসান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে সরকারি অফিসে সেবা পেতে হয়রানির শিকার এবং সেবা বঞ্চিত বিভিন্ন এলাকার লোকজন অভিযোগ নিয়ে অংশগ্রহণ করেন। জেলা কার্যালয়ের সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে এসব অভিযোগ তোলা হয়।
দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা, নিষ্ঠা, মানবিকতা ও মূল্যবোধ সৃষ্টি করায় গণশুনানির উদ্দেশ্য। এর কারণে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা সহজীকরণ ও হয়রানি বা দুর্নীতি বন্ধে ভূমিকা রাখবে।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১২ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২৭ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
৩৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৪৩ মিনিট আগে