টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে ভ্রমণে আসা প্রায় এক হাজার পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন। আজ সকালে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি। যে কারণে সেন্ট মার্টিনে ভ্রমণে আসা হাজারো পর্যটক ফিরতে পারেননি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজামান বলেন, ‘দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্ট মার্টিনে যেতে দেওয়া হয়নি। যেসব পর্যটক টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
ইউএনও আরও বলেন, ‘দ্বীপে অবস্থানকারী হাজারের কাছাকাছি পর্যটক রয়েছেন, যাতে তাঁরা হয়রানির শিকার না হন, সে দিকে খেয়াল রাখা হচ্ছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতেও নির্দেশ দেওয়া হয়েছে।’
চট্টগ্রাম থেকে আসা সিরাজুল ইসলাম ও রাফি দম্পতি আজকের পত্রিকাকে বলেন, নতুন বিবাহ করে হানিমুনে সেন্ট মার্টিনে আসেন তাঁরা। অনিচ্ছা থাকা সত্ত্বেও এখন সেন্ট মার্টিনে কাটাতে হচ্ছে। তাঁরা সেন্ট মার্টিন বিচ ইকোরিসোর্টে অবস্থান করছেন। সেখানে ভালো আছেন বলেও জানান এই দম্পতি।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় অনেক পর্যটককে অনিচ্ছা সত্ত্বেও এখন সেখানে অবস্থান করতে হচ্ছে। তিনি বলেন, দ্বীপে প্রায় এক হাজার পর্যটক রয়েছেন। তাঁদের যেন হয়রানি করা না হয়, সে দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।’
সেন্ট মার্টিন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ট্রেনিংয়ের কারণে তিনি এখন ঢাকায় আবস্থান করছেন। তবে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, পর্যটকদের দেখভাল করার জন্য।

বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে ভ্রমণে আসা প্রায় এক হাজার পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন। আজ সকালে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি। যে কারণে সেন্ট মার্টিনে ভ্রমণে আসা হাজারো পর্যটক ফিরতে পারেননি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজামান বলেন, ‘দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্ট মার্টিনে যেতে দেওয়া হয়নি। যেসব পর্যটক টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
ইউএনও আরও বলেন, ‘দ্বীপে অবস্থানকারী হাজারের কাছাকাছি পর্যটক রয়েছেন, যাতে তাঁরা হয়রানির শিকার না হন, সে দিকে খেয়াল রাখা হচ্ছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতেও নির্দেশ দেওয়া হয়েছে।’
চট্টগ্রাম থেকে আসা সিরাজুল ইসলাম ও রাফি দম্পতি আজকের পত্রিকাকে বলেন, নতুন বিবাহ করে হানিমুনে সেন্ট মার্টিনে আসেন তাঁরা। অনিচ্ছা থাকা সত্ত্বেও এখন সেন্ট মার্টিনে কাটাতে হচ্ছে। তাঁরা সেন্ট মার্টিন বিচ ইকোরিসোর্টে অবস্থান করছেন। সেখানে ভালো আছেন বলেও জানান এই দম্পতি।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় অনেক পর্যটককে অনিচ্ছা সত্ত্বেও এখন সেখানে অবস্থান করতে হচ্ছে। তিনি বলেন, দ্বীপে প্রায় এক হাজার পর্যটক রয়েছেন। তাঁদের যেন হয়রানি করা না হয়, সে দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।’
সেন্ট মার্টিন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ট্রেনিংয়ের কারণে তিনি এখন ঢাকায় আবস্থান করছেন। তবে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, পর্যটকদের দেখভাল করার জন্য।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
৯ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২৪ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
৩৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৩৯ মিনিট আগে