নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালী এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে গ্যাসবাহী জাহাজ নোঙর করতে পারছে না। এ কারণে মূল সঞ্চালন লাইনে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় বৃহত্তর চট্টগ্রামে গ্যাসের মারাত্মক সংকট দেখা দিয়েছে। নগরীর ১ হাজার ২০০ শিল্প ও দেড় লাখ আবাসিক গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কমে যায়। এমন অবস্থায় গতকাল বুধবার বিকেল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাস-সংকট দেখা দেয়। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। স্বাভাবিক সময়ে এলএনজি টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে যেখানে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা, গতকাল সন্ধ্যায় তা ১৯৫ মিলিয়নে নেমে আসে।
এই গ্যাস-সংকটের ফলে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পকারখানার গ্রাহকেরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাসায় খাবার রান্না না হওয়ায় অনেককে রেস্তোরাঁয় ভিড় করতে দেখা যায়।
নগরীর কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের গৃহিণী ফরিদা ইয়াসমিন শিল্পী বলেন, ‘গতকাল বিকেলে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর নিয়ে দেখি আশপাশে কোথাও গ্যাস নেই। পরে বাধ্য হয়ে এলপিজির চুলায় রান্না করি। আজ বিকেল পৌনে ৬টা পর্যন্ত লাইনের চুলায় গ্যাস আসেনি।’
এদিকে গ্যাসের জাতীয় সঞ্চালন লাইনে চাপ কমে যাওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের (বিতরণ দক্ষিণ বিভাগ) উপমহাব্যবস্থাপক মো. আজাদ রহমান বলেন, ‘আবহাওয়াজনিত কারণে সাগর উত্তাল থাকায় এলএনজি নিয়ে আসা জাহাজ টার্মিনালে নোঙর করতে পারছে না। টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আজ রাতের মধ্যে তা স্বাভাবিক হতে পারে। চট্টগ্রাম নগরীতে ১ হাজার ২০০ ইন্ডাস্ট্রিয়াল ও দেড় লাখ আবাসিক গ্রাহক রয়েছে। গ্যাস-সংকটের কারণে তাদের অসুবিধা হচ্ছে।’

মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালী এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে গ্যাসবাহী জাহাজ নোঙর করতে পারছে না। এ কারণে মূল সঞ্চালন লাইনে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় বৃহত্তর চট্টগ্রামে গ্যাসের মারাত্মক সংকট দেখা দিয়েছে। নগরীর ১ হাজার ২০০ শিল্প ও দেড় লাখ আবাসিক গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কমে যায়। এমন অবস্থায় গতকাল বুধবার বিকেল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাস-সংকট দেখা দেয়। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। স্বাভাবিক সময়ে এলএনজি টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে যেখানে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা, গতকাল সন্ধ্যায় তা ১৯৫ মিলিয়নে নেমে আসে।
এই গ্যাস-সংকটের ফলে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পকারখানার গ্রাহকেরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাসায় খাবার রান্না না হওয়ায় অনেককে রেস্তোরাঁয় ভিড় করতে দেখা যায়।
নগরীর কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের গৃহিণী ফরিদা ইয়াসমিন শিল্পী বলেন, ‘গতকাল বিকেলে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর নিয়ে দেখি আশপাশে কোথাও গ্যাস নেই। পরে বাধ্য হয়ে এলপিজির চুলায় রান্না করি। আজ বিকেল পৌনে ৬টা পর্যন্ত লাইনের চুলায় গ্যাস আসেনি।’
এদিকে গ্যাসের জাতীয় সঞ্চালন লাইনে চাপ কমে যাওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের (বিতরণ দক্ষিণ বিভাগ) উপমহাব্যবস্থাপক মো. আজাদ রহমান বলেন, ‘আবহাওয়াজনিত কারণে সাগর উত্তাল থাকায় এলএনজি নিয়ে আসা জাহাজ টার্মিনালে নোঙর করতে পারছে না। টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আজ রাতের মধ্যে তা স্বাভাবিক হতে পারে। চট্টগ্রাম নগরীতে ১ হাজার ২০০ ইন্ডাস্ট্রিয়াল ও দেড় লাখ আবাসিক গ্রাহক রয়েছে। গ্যাস-সংকটের কারণে তাদের অসুবিধা হচ্ছে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৪ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
৬ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
১৬ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
২৮ মিনিট আগে