নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালী এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে গ্যাসবাহী জাহাজ নোঙর করতে পারছে না। এ কারণে মূল সঞ্চালন লাইনে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় বৃহত্তর চট্টগ্রামে গ্যাসের মারাত্মক সংকট দেখা দিয়েছে। নগরীর ১ হাজার ২০০ শিল্প ও দেড় লাখ আবাসিক গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কমে যায়। এমন অবস্থায় গতকাল বুধবার বিকেল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাস-সংকট দেখা দেয়। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। স্বাভাবিক সময়ে এলএনজি টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে যেখানে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা, গতকাল সন্ধ্যায় তা ১৯৫ মিলিয়নে নেমে আসে।
এই গ্যাস-সংকটের ফলে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পকারখানার গ্রাহকেরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাসায় খাবার রান্না না হওয়ায় অনেককে রেস্তোরাঁয় ভিড় করতে দেখা যায়।
নগরীর কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের গৃহিণী ফরিদা ইয়াসমিন শিল্পী বলেন, ‘গতকাল বিকেলে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর নিয়ে দেখি আশপাশে কোথাও গ্যাস নেই। পরে বাধ্য হয়ে এলপিজির চুলায় রান্না করি। আজ বিকেল পৌনে ৬টা পর্যন্ত লাইনের চুলায় গ্যাস আসেনি।’
এদিকে গ্যাসের জাতীয় সঞ্চালন লাইনে চাপ কমে যাওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের (বিতরণ দক্ষিণ বিভাগ) উপমহাব্যবস্থাপক মো. আজাদ রহমান বলেন, ‘আবহাওয়াজনিত কারণে সাগর উত্তাল থাকায় এলএনজি নিয়ে আসা জাহাজ টার্মিনালে নোঙর করতে পারছে না। টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আজ রাতের মধ্যে তা স্বাভাবিক হতে পারে। চট্টগ্রাম নগরীতে ১ হাজার ২০০ ইন্ডাস্ট্রিয়াল ও দেড় লাখ আবাসিক গ্রাহক রয়েছে। গ্যাস-সংকটের কারণে তাদের অসুবিধা হচ্ছে।’

মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালী এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে গ্যাসবাহী জাহাজ নোঙর করতে পারছে না। এ কারণে মূল সঞ্চালন লাইনে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় বৃহত্তর চট্টগ্রামে গ্যাসের মারাত্মক সংকট দেখা দিয়েছে। নগরীর ১ হাজার ২০০ শিল্প ও দেড় লাখ আবাসিক গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কমে যায়। এমন অবস্থায় গতকাল বুধবার বিকেল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাস-সংকট দেখা দেয়। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। স্বাভাবিক সময়ে এলএনজি টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে যেখানে ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা, গতকাল সন্ধ্যায় তা ১৯৫ মিলিয়নে নেমে আসে।
এই গ্যাস-সংকটের ফলে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পকারখানার গ্রাহকেরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাসায় খাবার রান্না না হওয়ায় অনেককে রেস্তোরাঁয় ভিড় করতে দেখা যায়।
নগরীর কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের গৃহিণী ফরিদা ইয়াসমিন শিল্পী বলেন, ‘গতকাল বিকেলে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর নিয়ে দেখি আশপাশে কোথাও গ্যাস নেই। পরে বাধ্য হয়ে এলপিজির চুলায় রান্না করি। আজ বিকেল পৌনে ৬টা পর্যন্ত লাইনের চুলায় গ্যাস আসেনি।’
এদিকে গ্যাসের জাতীয় সঞ্চালন লাইনে চাপ কমে যাওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের (বিতরণ দক্ষিণ বিভাগ) উপমহাব্যবস্থাপক মো. আজাদ রহমান বলেন, ‘আবহাওয়াজনিত কারণে সাগর উত্তাল থাকায় এলএনজি নিয়ে আসা জাহাজ টার্মিনালে নোঙর করতে পারছে না। টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আজ রাতের মধ্যে তা স্বাভাবিক হতে পারে। চট্টগ্রাম নগরীতে ১ হাজার ২০০ ইন্ডাস্ট্রিয়াল ও দেড় লাখ আবাসিক গ্রাহক রয়েছে। গ্যাস-সংকটের কারণে তাদের অসুবিধা হচ্ছে।’

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৩৩ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে