প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

চলমান লকডাউনে জনমানবশূন্য কক্সবাজারের উখিয়ার নয়নাভিরাম ইনানী সৈকত। কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন বিচ ফটোগ্রাফার, বিচ বাইকচালক, ভাসমান ব্যবসায়ীসহ এখানকার দুই শতাধিক পর্যটনসেবী। আর প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে উখিয়া উপজেলা প্রশাসন।
আজ শনিবার সকালে উপজেলার ইনানী এলাকার মেরিনড্রাইভ–সংলগ্ন হেলিপ্যাডে পর্যটননির্ভর এসব মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আজকের পত্রিকাকে বলেন, জেলাব্যাপী বিধিনিষেধ বাস্তবায়নে কঠোরতার পাশাপাশি ২১ শ্রেণি-পেশার কর্মহীন মানুষদের জরুরি সহায়তা প্রদান করছে জেলা প্রশাসন, যার মধ্যে পর্যটনসেবীরাও আছেন। পর্যটন একটি সম্ভাবনাময় শিল্প, যার বিকাশে সরকারের কর্মপ্রয়াস অব্যাহত থাকবে।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘মানবিক বিবেচনায় তালিকাভিত্তিক কর্মহীনদের পাশাপাশি ৩৩৩–এ কল করেও ইতিমধ্যে তিন শতাধিক মানুষ পেয়েছেন খাদ্যসহায়তা। একদিকে বিধিনিষেধ বাস্তবায়ন, অন্যদিকে কর্মহীন মানুষের অন্নের ব্যবস্থা করতেও আমরা সব সময় প্রস্তুত।’
দুরবস্থায় সরকারি সহায়তা পেয়ে খুশি ইনানী সৈকতের পর্যটনসেবীরা। বিচ ফটোগ্রাফার শাহাবুদ্দিন বলেন, ‘পর্যটক না আসার কারণে দীর্ঘদিন ধরে আমাদের আয়ের পথ বন্ধ, খুব খারাপ সময় যাচ্ছে। এ অবস্থায় সহায়তার প্রয়োজন ছিল, প্রশাসন আমাদের মনে রেখেছে, তার জন্য কৃতজ্ঞতা।’
বিচ বাইকচালক নুরুল আমিন বলেন, ‘বিচে মানুষ এলে আমাদের পেটে খাবার জোটে, লকডাউনে খুব কষ্টে আছি। সাহায্য করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’
এ সময় উখিয়া উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারি সিদ্ধান্তে ১ এপ্রিল থেকে তিন মাস ধরে বন্ধ রয়েছে কক্সবাজার জেলার সব পর্যটনকেন্দ্র।

চলমান লকডাউনে জনমানবশূন্য কক্সবাজারের উখিয়ার নয়নাভিরাম ইনানী সৈকত। কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন বিচ ফটোগ্রাফার, বিচ বাইকচালক, ভাসমান ব্যবসায়ীসহ এখানকার দুই শতাধিক পর্যটনসেবী। আর প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে উখিয়া উপজেলা প্রশাসন।
আজ শনিবার সকালে উপজেলার ইনানী এলাকার মেরিনড্রাইভ–সংলগ্ন হেলিপ্যাডে পর্যটননির্ভর এসব মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আজকের পত্রিকাকে বলেন, জেলাব্যাপী বিধিনিষেধ বাস্তবায়নে কঠোরতার পাশাপাশি ২১ শ্রেণি-পেশার কর্মহীন মানুষদের জরুরি সহায়তা প্রদান করছে জেলা প্রশাসন, যার মধ্যে পর্যটনসেবীরাও আছেন। পর্যটন একটি সম্ভাবনাময় শিল্প, যার বিকাশে সরকারের কর্মপ্রয়াস অব্যাহত থাকবে।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘মানবিক বিবেচনায় তালিকাভিত্তিক কর্মহীনদের পাশাপাশি ৩৩৩–এ কল করেও ইতিমধ্যে তিন শতাধিক মানুষ পেয়েছেন খাদ্যসহায়তা। একদিকে বিধিনিষেধ বাস্তবায়ন, অন্যদিকে কর্মহীন মানুষের অন্নের ব্যবস্থা করতেও আমরা সব সময় প্রস্তুত।’
দুরবস্থায় সরকারি সহায়তা পেয়ে খুশি ইনানী সৈকতের পর্যটনসেবীরা। বিচ ফটোগ্রাফার শাহাবুদ্দিন বলেন, ‘পর্যটক না আসার কারণে দীর্ঘদিন ধরে আমাদের আয়ের পথ বন্ধ, খুব খারাপ সময় যাচ্ছে। এ অবস্থায় সহায়তার প্রয়োজন ছিল, প্রশাসন আমাদের মনে রেখেছে, তার জন্য কৃতজ্ঞতা।’
বিচ বাইকচালক নুরুল আমিন বলেন, ‘বিচে মানুষ এলে আমাদের পেটে খাবার জোটে, লকডাউনে খুব কষ্টে আছি। সাহায্য করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’
এ সময় উখিয়া উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারি সিদ্ধান্তে ১ এপ্রিল থেকে তিন মাস ধরে বন্ধ রয়েছে কক্সবাজার জেলার সব পর্যটনকেন্দ্র।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে