কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পারিবারিক কলহে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত ও স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় জামাতা হাকিম উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে আজ শুক্রবার কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকায়।
নিহত আজিজুল হক (৫৫) ওই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হাকিম উল্লাহ শ্বশুরের পরিত্যক্ত খালি জায়গায় ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করতেন। কয়েক দিন আগে তার স্ত্রী যমজ সন্তান জন্ম দেন। জন্মের তিন দিন পর এক সন্তান মারা যায়। আজ সকালে অপর সন্তানেরও মৃত্যু হয়।’
রফিকুল ইসলাম আরও বলেন, ‘দুপুরে নাতির মৃত্যুর খরব শুনে মেয়ের বাড়িতে যান আজিজুল হক। এ সময় জায়গা নিয়ে পারিবারিক কলহের জেরে শ্বশুর-জামাতার মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে জামাতা হাকিম উল্লাহ শ্বশুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে বাধা দিতে গেলে স্ত্রী সোনিয়া আক্তারকেও (২০) মারধর করা হয়।’
তিনি বলেন, ‘স্থানীয়রা আহত আজিজুল হক ও সোনিয়া আক্তারকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন।’
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়রা জামাতা হাকিম উল্লাহকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

কক্সবাজারে পারিবারিক কলহে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত ও স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় জামাতা হাকিম উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে আজ শুক্রবার কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকায়।
নিহত আজিজুল হক (৫৫) ওই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হাকিম উল্লাহ শ্বশুরের পরিত্যক্ত খালি জায়গায় ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করতেন। কয়েক দিন আগে তার স্ত্রী যমজ সন্তান জন্ম দেন। জন্মের তিন দিন পর এক সন্তান মারা যায়। আজ সকালে অপর সন্তানেরও মৃত্যু হয়।’
রফিকুল ইসলাম আরও বলেন, ‘দুপুরে নাতির মৃত্যুর খরব শুনে মেয়ের বাড়িতে যান আজিজুল হক। এ সময় জায়গা নিয়ে পারিবারিক কলহের জেরে শ্বশুর-জামাতার মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে জামাতা হাকিম উল্লাহ শ্বশুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে বাধা দিতে গেলে স্ত্রী সোনিয়া আক্তারকেও (২০) মারধর করা হয়।’
তিনি বলেন, ‘স্থানীয়রা আহত আজিজুল হক ও সোনিয়া আক্তারকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন।’
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়রা জামাতা হাকিম উল্লাহকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ মিনিট আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩২ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৬ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৮ মিনিট আগে