Ajker Patrika

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, এক পরিবারের চারজনসহ নিহত ৫

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৭: ০৬
কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, এক পরিবারের চারজনসহ নিহত ৫
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু ও দুই নারী রয়েছেন।

আজ শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার ধলিরছড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান।

নিহতরা হলেন সদর উপজেলার ভারুয়াখালীর জাফর আলমের মেয়ে আসমাউল হোসনা (২৭), তাঁর বোন রেনু আক্তার (১৩), আসমাউলের দুই শিশুসন্তান আতা উল্লাহ (১) ও আশেক উল্লাহ (৩) এবং অটোরিকশাচালক হাবিব উল্লাহ।

নিহত আসমাউল হোসনা ও রেনু আক্তারের বাবা জাফর আলম জানান, তাঁর দুই মেয়ে ও দুই নাতিসহ বাপের বাড়ি থেকে রামুর কালিরছড়া আসমাউলের শ্বশুরবাড়ি যাচ্ছিল। এ সময় তাঁদের অটোরিকশাটি ধলিরছড়া রেলক্রসিং পার হওয়ার সময় আকস্মিক চট্টগ্রামমুখী একটি ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক হাবিব উল্লাহসহ পাঁচজন নিহত হন।

রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম বলেন, দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলিরছড়া রেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালক ও যাত্রীরা নিহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত