কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে জামাল আফরান (৩৮) নামের একজনের কবজির রগ কেটে গেছে। এ সময় মিথিলা হক নামের তাঁর সঙ্গে থাকা এক সহকর্মীও আহত হন।
আজ সোমবার সকালে শহরের বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জামাল আফরান টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরীপাড়ার ওবাইদুর রহমানের ছেলে।
ভুক্তভোগী মিথিলা হক বলেন, ছিনিয়ে নেওয়া ব্যাগ দুটিতে তাঁদের দুটি মোবাইল ফোনসেট, একটি ল্যাপটপ, একটি পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্র রয়েছে। আহত জামাল আফরানকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে তাঁরা দুজন চট্টগ্রামের উদ্দেশে বাসে উঠতে রিকশায় কক্সবাজার বাস টার্মিনাল যাচ্ছিলেন। পথে বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে পৌঁছালে অটোরিকশায় একদল ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। এ সময় তাঁদের দুটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে বাধা পেয়ে ছিনতাইকারীরা জামাল আফরানকে ছুরিকাঘাত করে। এতে জামালের বাঁ কবজির রগ কেটে যায়। পরে ছিনতাইকারী ব্যাগ দুটি নিয়ে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, পুলিশ এ ঘটনা অবহিত হওয়ার পর থেকে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

কক্সবাজার শহরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে জামাল আফরান (৩৮) নামের একজনের কবজির রগ কেটে গেছে। এ সময় মিথিলা হক নামের তাঁর সঙ্গে থাকা এক সহকর্মীও আহত হন।
আজ সোমবার সকালে শহরের বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জামাল আফরান টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরীপাড়ার ওবাইদুর রহমানের ছেলে।
ভুক্তভোগী মিথিলা হক বলেন, ছিনিয়ে নেওয়া ব্যাগ দুটিতে তাঁদের দুটি মোবাইল ফোনসেট, একটি ল্যাপটপ, একটি পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্র রয়েছে। আহত জামাল আফরানকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে তাঁরা দুজন চট্টগ্রামের উদ্দেশে বাসে উঠতে রিকশায় কক্সবাজার বাস টার্মিনাল যাচ্ছিলেন। পথে বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে পৌঁছালে অটোরিকশায় একদল ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। এ সময় তাঁদের দুটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে বাধা পেয়ে ছিনতাইকারীরা জামাল আফরানকে ছুরিকাঘাত করে। এতে জামালের বাঁ কবজির রগ কেটে যায়। পরে ছিনতাইকারী ব্যাগ দুটি নিয়ে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, পুলিশ এ ঘটনা অবহিত হওয়ার পর থেকে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
২ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
২১ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৩ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে