কক্সবাজার প্রতিনিধি

ইয়াবার চালান নিয়ে ঢাকায় যাওয়ার পথে আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) উপপরিদর্শক রেজাউল করিমকে স্ত্রীসহ আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে। এ সময় তাঁর লাগেজ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ওই লাগেজে পুলিশের একটি ওয়াকিটকিও পাওয়া যায়।
গতকাল রাত ১০টার দিকে কলাতলী গ্রিন লাইন পরিবহনের কাউন্টার থেকে তাঁদের আটকের কথা জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।
আটক রেজাউল করিম ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। তিনি টেকনাফ রোহিঙ্গা আশ্রয়শিবিরের ২৫ নম্বর ক্যাম্পের আলীখালী এপিবিএন ফাঁড়িতে কর্মরত রয়েছেন। তাঁর স্ত্রী মলি পাশা (৪৪) টেকনাফেবেড়াতে এসেছিলেন। তাঁদের বাড়ি সিরাজগঞ্জ সদরে।
অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ আঞ্চলিক কার্যালয়ের উপপরিদর্শক তন্তু মনি চাকমা আজকের পত্রিকাকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের অনুসরণ করে গ্রিনলাইন বাসে করে ঢাকায় যাওয়ার পথে আটক করা হয়। তাঁদের লাগেজ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আটক রেজাউল করিম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনি ১৬ এপিবিএনের আলীখালী ক্যাম্পে উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন। পরিচয় যাচাই-বাছাই করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
আটক রেজাউল করিম ১৬ এপিবিএনে কর্মরত বলে ওই ব্যাটালিয়নের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
আটকের সময় এসআই রেজাউল করিম এই প্রতিবেদকের কাছে জব্দ করা ইয়াবা তাঁর বলে স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ইয়াবাগুলো টেকনাফের স্থানীয় একজনের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। এক চাচাকে দেওয়ার কথা ছিল। এতে আমার স্ত্রী ন্যূনতমও জড়িত নয়।’
রেজাউল সিলেট থেকে সাত মাস আগে বদলি হয়ে ১৬ এপিবিএনে যোগদান করেছেন বলে জানান। আগে আরও ইয়াবার চালান পাচার করেছেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এবারই প্রথম চালান নিয়ে যাচ্ছিলাম।’

ইয়াবার চালান নিয়ে ঢাকায় যাওয়ার পথে আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) উপপরিদর্শক রেজাউল করিমকে স্ত্রীসহ আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে। এ সময় তাঁর লাগেজ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ওই লাগেজে পুলিশের একটি ওয়াকিটকিও পাওয়া যায়।
গতকাল রাত ১০টার দিকে কলাতলী গ্রিন লাইন পরিবহনের কাউন্টার থেকে তাঁদের আটকের কথা জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।
আটক রেজাউল করিম ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। তিনি টেকনাফ রোহিঙ্গা আশ্রয়শিবিরের ২৫ নম্বর ক্যাম্পের আলীখালী এপিবিএন ফাঁড়িতে কর্মরত রয়েছেন। তাঁর স্ত্রী মলি পাশা (৪৪) টেকনাফেবেড়াতে এসেছিলেন। তাঁদের বাড়ি সিরাজগঞ্জ সদরে।
অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ আঞ্চলিক কার্যালয়ের উপপরিদর্শক তন্তু মনি চাকমা আজকের পত্রিকাকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের অনুসরণ করে গ্রিনলাইন বাসে করে ঢাকায় যাওয়ার পথে আটক করা হয়। তাঁদের লাগেজ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আটক রেজাউল করিম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনি ১৬ এপিবিএনের আলীখালী ক্যাম্পে উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন। পরিচয় যাচাই-বাছাই করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
আটক রেজাউল করিম ১৬ এপিবিএনে কর্মরত বলে ওই ব্যাটালিয়নের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
আটকের সময় এসআই রেজাউল করিম এই প্রতিবেদকের কাছে জব্দ করা ইয়াবা তাঁর বলে স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ইয়াবাগুলো টেকনাফের স্থানীয় একজনের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। এক চাচাকে দেওয়ার কথা ছিল। এতে আমার স্ত্রী ন্যূনতমও জড়িত নয়।’
রেজাউল সিলেট থেকে সাত মাস আগে বদলি হয়ে ১৬ এপিবিএনে যোগদান করেছেন বলে জানান। আগে আরও ইয়াবার চালান পাচার করেছেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এবারই প্রথম চালান নিয়ে যাচ্ছিলাম।’

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
১৪ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
১ ঘণ্টা আগে