Ajker Patrika

পিস্তল, গুলিসহ পৌর যুবদল নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
আপডেট : ২১ জুন ২০২৫, ১৮: ০৩
পিস্তল, গুলিসহ পৌর যুবদল নেতা আটক
গ্রেপ্তার পৌর যুবদল নেতা মিলন আলী। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্রসহ পৌর যুবদল নেতা মিলন আলী লিমনকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ শনিবার ভোর ৫টার দিকে যৌথ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সেনাক্যাম্প। চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার এতিমখানা রোড এলাকায় অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল (9 mm), একটি গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মিলন আলী লিমন চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার এতিমখানা রোডের আবুল হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

চুয়াডাঙ্গা সেনাক্যাম্প জানায়, দীর্ঘদিন ধরে লিমনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে আজ শনিবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, একটি অ্যামুনিশন, একটি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন মোবাইল এবং ছয়টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে চারটি চায়নিজ চাপাতি, একটি চায়নিজ ছুরি এবং একটি রামদা। অভিযান শেষে সেনাবাহিনী আটক লিমন আলীকে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘শনিবার ভোরে সেনাবাহিনী লিমন নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। অস্ত্রসহ তাকে আটকের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত