টেকনাফ ও কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় ৩৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূল থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন।
উদ্ধারকৃতদের বরাত দিয়ে দেলোয়ার হোসেন বলেন, আজ ভোরে রোহিঙ্গাদের নিয়ে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকায় তাঁদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে সব যাত্রী সাগরে ভাসতে থাকে। এ সময় তাঁরা মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও পাননি। পরে জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও পানির জারের সহায়তায় সাঁতরে ৩৩ জন কূলের দিকে আসতে থাকেন। পরে কোস্টগার্ডের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। এখনো অনেকে সাগরে ভাসছেন। উদ্ধারকৃতদের মধ্যে তিন নারী, ২৬ পুরুষ ও চার রোহিঙ্গা রয়েছেন।
দেলোয়ার হোসেন আরও বলেন, ট্রলারে কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি। সাগরে আরও অনেকেই ভাসমান অবস্থায় রয়েছেন। আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে সাগরে ভাসতে থাকায় অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে টেকনাফ স্টেশন কমান্ডার লে. আশিক আহমেদ বলেন, সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় তারা ট্রলারের যাত্রীরা সাঁতরে তীরের দিকে আসতে থাকেন। ঘটনার পরপরই এক ব্যক্তি সাহায্যের জন্য জরুরি সেবা-৯৯৯ এ কল করেন। কল পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় ৩৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূল থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন।
উদ্ধারকৃতদের বরাত দিয়ে দেলোয়ার হোসেন বলেন, আজ ভোরে রোহিঙ্গাদের নিয়ে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকায় তাঁদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে সব যাত্রী সাগরে ভাসতে থাকে। এ সময় তাঁরা মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও পাননি। পরে জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও পানির জারের সহায়তায় সাঁতরে ৩৩ জন কূলের দিকে আসতে থাকেন। পরে কোস্টগার্ডের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। এখনো অনেকে সাগরে ভাসছেন। উদ্ধারকৃতদের মধ্যে তিন নারী, ২৬ পুরুষ ও চার রোহিঙ্গা রয়েছেন।
দেলোয়ার হোসেন আরও বলেন, ট্রলারে কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি। সাগরে আরও অনেকেই ভাসমান অবস্থায় রয়েছেন। আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে সাগরে ভাসতে থাকায় অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে টেকনাফ স্টেশন কমান্ডার লে. আশিক আহমেদ বলেন, সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় তারা ট্রলারের যাত্রীরা সাঁতরে তীরের দিকে আসতে থাকেন। ঘটনার পরপরই এক ব্যক্তি সাহায্যের জন্য জরুরি সেবা-৯৯৯ এ কল করেন। কল পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৩ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে